Animesh Kujur: ১০০ মিটার দৌড়ে নতুন রেকর্ড, ভারতের দ্রুততম ব্যক্তি ওড়িশার অনিমেষ কুজুর

Published : Jul 06, 2025, 05:32 PM ISTUpdated : Jul 06, 2025, 05:54 PM IST
Animesh Kujur

সংক্ষিপ্ত

Athletics: গত কয়েক বছরে অ্যাথলেটিক্সে দুর্দান্ত সাফল্য পাচ্ছেন ভারতীয়রা। শুধু জ্যাভলিন থ্রোয়ে (Javelin Throw) নীরজ চোপড়াই (Neeraj Chopra) নন, দৌড়েও ভারতের বেশ কয়েকজন অ্যাথলিট সাফল্য পাচ্ছেন।

Fastest man in India: ভারতের দ্রুততম ব্যক্তি হয়ে গেলেন ওড়িশার (Odisha) অনিমেষ কুজুর (Animesh Kujur)। এই অ্যাথলিট ১০.১৮ সেকেন্ডে ১০০ মিটার দৌড় শেষ করে নতুন জাতীয় রেকর্ড গড়লেন। গ্রিসে (Greece) ড্রোমিয়া ইন্টারন্যাশনাল স্প্রিন্ট অ্যান্ড রিলেজ মিটে (Dromia International Sprint and Relays Meet) এই রেকর্ড গড়েছেন অনিমেষ। ২২ বছর বয়সি এই অ্যাথলিট প্রথম ভারতীয় হিসেবে ১০.২০ সেকেন্ডের কম সময়ে ১০০ মিটার দৌড় শেষ করলেন। এর আগে ১০০ মিটার দৌড়ে জাতীয় রেকর্ড ছিল পাঞ্জাবের (Punjab) জলন্ধর জেলার (Jalandhar district) পাতিয়াল গ্রামের (Patial village) অ্যাথলিট গুরিন্দরবীর সিংয়ের (Gurindervir Singh)। তিনি ১০.২০ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে এই রেকর্ড গড়েছিলেন। এবার সেই রেকর্ড ভেঙে দিলেন অনিমেষ।

গ্রিসে সোনা জিতলেন অনিমেষ

গ্রিসে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় জাতীয় রেকর্ড গড়ে সোনা জিতেছেন অনিমেষ। ১০.২৩ সেকেন্ড সময় করে রুপো পেয়েছেন গ্রিসের সটিরিওস, গ্যারাগানিস (Sotirios Garagganis)। ১০.২৮ সেকেন্ড সময় করে ব্রোঞ্জ পেয়েছেন ফিনল্যান্ডের (Finland) অ্যাথলিট স্যামুলি স্যামুয়েলসন (Samuli Samuelsson)। এই টুর্নামেন্টে ১০০ মিটার দৌড়ে জাতীয় রেকর্ড গড়ার আগে চলতি বছরের মে মাসে ২০০ মিটার দৌড়েও জাতীয় রেকর্ড গড়েন অনিমেষ। দক্ষিণ কোরিয়ায় (South Korea) এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপসে (Asian Athletics Championships) ২০.৩২ সেকেন্ডে ২০০ মিটার দৌড় শেষ করেন এই অ্যাথলিট। ২০০ মিটার দৌড়ে জাতীয় রেকর্ড তাঁরই দখলে ছিল। চলতি বছরের শুরুতে ফেডারেশন কাপে (Federation Cup) ২০.৪০ সেকেন্ডে ২০০ মিটার দৌড় শেষ করেন অনিমেষ। তিনি নিজের রেকর্ডই উন্নত করেন।

৮০০ মিটার দৌড়েও নতুন জাতীয় রেকর্ড

৮০০ মিটার দৌড়ে নিজেরই জাতীয় রেকর্ড উন্নত করেছেন এশিয়ান গেমসে (Asian Games) রুপো পাওয়া অ্যাথলিট মহম্মদ আফসল (Mohammed Afsal)। তিনি প্রথম ভারতীয় হিসেবে ১:৪৫ মিনিট সময় করেছেন। পোল্যান্ডের (Poland) পজন্যানে (Poznan) মেমোরিয়াল চেসলাওয়া সাইবুলস্কিয়েগো (Memorial Czeslawa Cybulskiego) প্রতিযোগিতায় ১:৪৪.৯৬ মিনিট সময় করেছেন আফসল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?