Rohit Sharma: অনন্ত-রাধিকার বিয়েতে থাকলেন না, উইম্বলডন সেমি-ফাইনাল দেখতে গেলেন রোহিত শর্মা

Published : Jul 13, 2024, 12:14 AM ISTUpdated : Jul 13, 2024, 12:35 AM IST
Rohit Sharma

সংক্ষিপ্ত

টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর দেশে ফিরে উৎসবে মেতে উঠেছিলেন। আবার ছুটি কাটাতে বিদেশে গেলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। তাঁকে উইম্বলডনে দেখা গেল।

মুম্বইয়ে অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের বিয়ের আগের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে সংবর্ধনা গ্রহণ করেন, পুজোর অনুষ্ঠানেও যোগ দেন। কিন্তু বিয়ের দিন থাকলেন না রোহিত শর্মা। তাঁকে উইম্বলডনে দেখা গেল। পুরুষদের সেমি-ফাইনাল ম্যাচ দেখলেন রোহিত। তাঁর সঙ্গে ছিলেন জাতীয় দলের প্রাক্তন সতীর্থ দীনেশ কার্তিক। উইম্বলডনের সেন্টার কোর্টে কার্লোস আলকারাজ-ড্যানিল মেদভেদেভের ম্যাচ দেখলেন রোহিত-কার্তিক। তাঁরা এই ম্যাচ উপভোগ করলেন। এবারের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পরেই ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন রোহিত। তিনি শ্রীলঙ্কা সফরে ওডিআই সিরিজেও ভারতীয় দলের হয়ে খেলবেন না। দেশের মাটিতে বাংলাদেশ, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবেন এই তারকা। তার আগে ছুটি কাটিয়ে শরীর ও মনকে তরতাজা করে নেওয়াই রোহিতের লক্ষ্য।

ছুটি কাটানোর পর ঠাসা সূচি রোহিতের

জিম্বাবোয়ে সফরে টি-২০ সিরিজে ভারতীয় দলের বেশিরভাগ প্রথমসারির ক্রিকেটারকেই রাখা হয়নি। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০, ওডিআই সিরিজের দল এখনও ঘোষণা করেননি নির্বাচকরা। শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলে দেশে ফেরার পর টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। টানা তৃতীয়বার আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের যোগ্যতা অর্জন করার ক্ষেত্রে বাংলাদেশ, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সিরিজে ভালো পারফরম্যান্সের লক্ষ্যে রোহিত। তাঁর নেতৃত্বে ২০২৩ সালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছেও হেরে যায় ভারতীয় দল। এরপর ওডিআই বিশ্বকাপ ফাইনালেও হেরে যায় ভারত। এবার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে আইসিসি টুর্নামেন্টের খরা কাটিয়েছেন রোহিতরা। এরপর টেস্টে বিশ্বসেরা হওয়াই তাঁদের লক্ষ্য।

 

 

চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার লক্ষ্যে ভারত

২০১৩ সালে শেষবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। তারপর থেকে এই টুর্নামেন্ট অধরা। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার লক্ষ্যে রোহিতরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Rohit Sharma: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, চ্যাম্পিয়নস ট্রফিতেও নেতা রোহিত, ঘোষণা জয় শাহের

অবশেষে নরেন্দ্র মোদীর হাতে উঠল বিশ্বজয়ের কাপ, দারুণ সময় কাটালেন রোহিত-বিরাটরা, দেখুন ভিডিও

বিশ্বকাপ জেতার পর কেন খেয়েছিলেন বার্বাডোজের মাটি? গোপন তথ্য ফাঁস করে সবাইকে অবাক করলেন রোহিত শর্মা

PREV
click me!

Recommended Stories

IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণ-কুলদীপের দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে
FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার