এবারের অলিম্পিক্সে বিশাল দল পাঠাচ্ছে ভারত। দুর্দান্ত সাফল্যের আশায় সারা দেশ। এবার টোকিও অলিম্পিক্সের চেয়েও বেশি পদকের আশায় ক্রীড়ামহল।
এবারের অলিম্পিক্সে যোগ দিতে চলা ভারতীয় অ্যাথলিটরা যাতে কোনওরকম সমস্যায় না পড়েন, সেটা নিশ্চিত করতে চাইছে কেন্দ্রীয় সরকার। শুক্রবার উচ্চপর্যায়ের বৈঠকে অলিম্পিক্সের প্রস্তুতি খতিয়ে দেখলেন ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী ড. মনসুখ মাণ্ডব্য। তিনি অ্যাথলিটদের পাশে থাকার বার্তা দেন। বৈঠকে ক্রীড়ামন্ত্রী বলেন, 'আমাদের অ্যাথলিটরা অলিম্পিক্সের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তাঁরা অলিম্পিক্সে লড়াই শুরু করবেন। তাঁরা যাতে ভালো পারফরম্যান্স দেখানোর জন্য শারীরিক ও মানসিকভাবে সেরা জায়গায় থাকেন, সেটা নিশ্চিত করা জরুরি।' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও অলিম্পিক্সে যোগ দিতে চলা অ্যাথলিটদের এই বার্তা দিয়েছেন। অ্যাথলিটদের পাশে থাকার জন্য সবপক্ষের একসঙ্গে কাজ করার উপর জোর দিচ্ছেন ক্রীড়ামন্ত্রী। অ্যাথলিটদের কোনওরকম সমস্যা হলে যাতে দ্রুত মিটিয়ে নেওয়া যায়, তার জন্য কোঅর্ডিনেশন গ্রুপ তৈরি করার কথাও বলেছেন ক্রীড়ামন্ত্রী।
প্যারিস অলিম্পিক্সে বড় দল ভারতের
প্যারিস অলিম্পিক্সে ভারত থেকে মোট ১১৮ জন অ্যাথলিট যোগ দিচ্ছেন। তাঁদের মধ্যে ৪৮ জন মহিলা অ্যাথলিট আছেন। প্যারিস অলিম্পিক্সে মোট ১৬টি স্পোর্টস ডিসিপ্লিনে পদক জয়ের লক্ষ্যে লড়াই করবেন ভারতীয় অ্যাথলিটরা। অলিম্পিক্সে যে ১১৮ জন ভারতীয় অ্যাথলিট যোগ দিচ্ছেন, তাঁদের মধ্যে ২৬ জন খেলো ইন্ডিয়া প্রতিযোগিতা থেকে উঠে এসেছেন এবং ৭২ জন প্রথমবার অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেছেন। ভারতের ভালো ফল হবে বলে আশাবাদী ক্রীড়ামন্ত্রী। তিনি অ্যাথলিটদের সবরকমভাবে সাহায্য করার কথা বলেছেন।
ইউরোপে প্রস্তুতিতে ব্যস্ত ভারতীয় অ্যাথলিটরা
বৈঠকে ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, প্যারিস অলিম্পিক্সে যোগ দিতে চলা ভারতীয় অ্যাথলিটদের মধ্যে ৮০ শতাংশেরও বেশি এখন ইউরোপের বিভিন্ন জায়গায় শেষমুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। ফলে অলিম্পিক্স চলাকালীন প্যারিসের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হবে না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Paris Olympics 2024: অলিম্পিক্সে সহজ গ্রুপে সিন্ধু, প্রণয়, বাড়ছে পদকের আশা
Olympics 2024: অলিম্পিক্সে সোনা জিতবেন, আত্মবিশ্বাসী লাভলিনা বর্গোহাইন
Olympic Games Paris 2024: প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন রোহন বোপান্না-শ্রীরাম বালাজির