রজার ফেডেরার চাইলে ১০০ বছর বয়স পর্যন্ত খেলতে পারতেন, মত প্রাক্তন কোচের

বিশ্বের সর্বকালের অন্যতম সেরা পুরুষ টেনিস খেলোয়াড় রজার ফেডেরার। ৪টি গ্র্যান্ড স্ল্যামই জিতেছেন সুইৎজারল্যান্ডের এই প্রাক্তন তারকা। তবে তাঁর সবচেয়ে বেশি সাফল্য উইম্বলডনে। ঘাসের কোর্টে অন্য মেজাজে দেখা যেত এই তারকাকে।

Soumya Gangully | Published : Aug 4, 2023 10:52 AM IST

110
রজার ফেডেরার ১০০ বছর পর্যন্ত খেলতে পারতেন, মত প্রাক্তন কোচ সেভেরিন লুথির

১৫ বছর রজার ফেডেরারের কোচ হিসেবে কাজ করেছেন সেভেনির লুথি। তাঁর মতে, এই প্রাক্তন তারকা চাইলে ১০০ বছর বয়স পর্যন্ত টেনিস খেলে যেতে পারতেন।

210
টেনিস থেকে অবসর নেওয়ার পর জীবন উপভোগ করছেন রজার ফেডেরার, জানালেন প্রাক্তন কোচ

সেভেনির লুথি জানিয়েছেন, পেশাদার টেনিস থেকে অবসর নেওয়ার পর থেকে রজার ফেডেরারের আর টুর্নামেন্ট খেলা নিয়ে চিন্তা করতে হচ্ছে না। তিনি পরিবারকে সময় দিতে পারছেন, বাড়ির দিকে নজর দিতে পারছেন, নিজের ফাউন্ডেশনের কাজ দেখতে পারছেন।

310
টেনিস খেলা নিয়ে কোনওদিন সমস্যায় পড়েননি রজার ফেডেরার, জানিয়েছেন সেভেনির লুথি

রজার ফেডেরারের প্রাক্তন কোচ জানিয়েছেন, এই প্রাক্তন সুইস তারকার কাছে টেনিস খেলা কোনওদিন সমস্যা মনে হয়নি। টেনিসের পাশাপাশি অন্যান্য কাজকর্মও চালিয়ে যেতে পারতেন ফেডেরার।

410
রজার ফেডেরার অনেক চিন্তা করেই টেনিস থেকে অবসর নেন, জানিয়েছেন অপর এক প্রাক্তন কোচ ইভান লুবিসিচ

ক্রোয়েশিয়ার প্রাক্তন টেনিস তারকা ও রজার ফেডেরারের প্রাক্তন কোচ ইভান লুবিসিচ জানিয়েছেন, কেরিয়ারের শেষদিকে ফেডেরারের শরীর আর সঙ্গ দিচ্ছিল না। সেই কারণেই তিনি অবসর নিতে বাধ্য হন।

510
টেনিস থেকে অবসর নেওয়া নিয়ে কোনও আফশোস নেই, জানিয়েছেন রজার ফেডেরার

এক সাক্ষাৎকারে রজার ফেডেরার জানিয়েছেন, ‘আমি ভালোভাবেই টেনিসকে বিদায় জানাতে চেয়েছিলাম। ফিরে আসার জন্য অনেক চেষ্টা করেছি। আরও একবার খেলার চেষ্টা করেছিলাম। কিন্তু সেটা সম্ভব ছিল না।’

610
টেনিস ছাড়া কীভাবে দিন কাটবে সেটা ভাবতে পারছিলেন না, জানিয়েছেন রজার ফেডেরার

রজার ফেডেরার জানিয়েছেন, 'আমি যখনই অবসরের কথা ভাবছিলাম তখন মনে হচ্ছিল, ২৫ বছর ধরে খেলা, অনুরাগী, টেনিস টুর্নামেন্টের সূচি আমার জীবনের অঙ্গ হয়ে উঠেছে। সেসব ছাড়া কীভাবে থাকব! কিন্তু তারপরেও অবসরের সিদ্ধান্ত নিতে হয়েছে।' 

710
রজার ফেডেরারকে অবসর-পরবর্তী জীবনে মানিয়ে নিতে সাহায্য করেছে করোনাভাইরাস অতিমারী

রজার ফেডেরার জানিয়েছেন, ‘করোনার যেমন খারাপ দিক আছে, তেমনই ভালো দিকও আছে। গত ৩ বছর ধরে সবকিছুই থেমে গিয়েছিল। ফলে এমন মনে হচ্ছিল না যে আমি ১০০টি ম্যাচ খেলে আসার পরেই হঠাৎ খেলা ছেড়ে দিচ্ছি।’

810
অবসরের পর কেটে গিয়েছে ১ বছর, নতুন জীবনে মানিয়ে নিয়েছেন রজার ফেডেরার

টেনিস থেকে অবসরের পর এখন রজার ফেডেরারের অখণ্ড অবসর। স্ত্রী মির্কার সঙ্গে বিভিন্ন দেশের ঘুরছেন এই প্রাক্তন খেলোয়াড়।

910
ছোটবেলায় টেনিস ছাড়াও বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ছিলেন রজার ফেডেরার

ছোটবেলায় ব্যাডমিন্টন, বাস্কেটবল-সহ বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ছিলেন রজার ফেডেরার। এর ফলে তাঁর টেনিস খেলায় সুবিধা হয়েছে বলে জানিয়েছেন এই তারকা।

1010
শারীরিকভাবে সক্ষম বলে সেনাবাহিনী থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল রজার ফেডেরারকে

সুইৎজারল্যান্ডের নিয়ম অনুযায়ী সব পুরুষকেই বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগ দিতে হয়। রজার ফেডেরারও সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। কিন্তু ২০০৩ সালে তাঁকে অনুপযুক্ত বলে অব্যাহতি দেওয়া হয়।

Share this Photo Gallery
click me!
Recommended Photos