নিতুর পর সাফল্য সয়েতির, বিশ্ব বক্সিং চ্যাম্পিয়শিপে জোড়া সোনা ভারতের

মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সাফল্য ভারতের। শনিবার জোড়া সোনা এল। এরপর আরও একজোড়া সোনা আসতে পারে। মহিলা বক্সারদের এই সাফল্যে উচ্ছ্বসিত ক্রীড়ামহল।

নিতু ঘানঘাসের পর সয়েতি বুরা, শনিবার মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে জোড়া সোনা জিতল ভারত। এদিন প্রথমে মঙ্গোলিয়ার বক্সারকে হারিয়ে সোনা জেতেন নিতু। তারপর চিনের লিনা ওয়াংকে হারিয়ে দেশকে দ্বিতীয় সোনা এনে দেন সয়েতি। ৪৮ কেজি বিভাগের ফাইনালে নিতু সহজ জয় পেলেও, ৮১ কেজি বিভাগের ফাইনালে সয়েতিকে প্রচণ্ড লড়াই করতে হয়। তাঁর পক্ষে ম্যাচের ফল ৪-৩। প্রথম রাউন্ডে কিছুটা সতর্ক ছিলেন সয়েতি। তবে এই রাউন্ডে তিনিই জয় পান। এরপর দ্বিতীয় রাউন্ডেও জয় পান ভারতীয় বক্সারই। তৃতীয় রাউন্ডে ম্যাচে ফেরার চেষ্টা করেন চিনা বক্সার। কিন্তু পাল্টা লড়াই করে শেষপর্যন্ত জয় ছিনিয়ে নেন সয়েতি। হরিয়ানার হিসারের ৩০ বছর বয়সি এই বক্সার এর আগে ২০১৪ সালে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে রুপো জেতেন। এবার দেশের মাটিতে সোনা জিতলেন তিনি।

এবার চ্যাম্পিয়ন হওয়ার পথে সেমি ফাইনালে অস্ট্রেলিয়ার স্যু-এমা গ্রিনট্রিকে ৪-৩ ফলে হারিয়ে দেন সয়েতি। তার আগে তিনি বাই পেয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছন। কোয়ার্টার ফাইনালে সয়েতির কাছে হার মানেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রাক্তন ব্রোঞ্জজয়ী ভিক্টোরিয়া কেবিকাভা। এরপর ফাইনালে দুর্দান্ত লড়াই করে জয় ছিনিয়ে নিলেন সয়েতি।

Latest Videos

গত বছরই এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন সয়েতি। এর আগে ২০১৫ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপে তিনি রুপো জেতেন। ২০২১ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতেন এই ভারতীয় বক্সার। এবার কেরিয়ারের সেরা সাফল্য পেলেন তিনি।

এই নিয়ে সপ্তম ভারতীয় মহিলা বক্সার হিসেবে মহিলাদের বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন সয়েতি। তাঁর আগে এই প্রতিযোগিতায় ভারতীয় মহিলাদের মধ্যে সোনা জেতেন ৬ বারের চ্যাম্পিয়ন এমসি মেরি কম, লাইশরাম সরিতা দেবী, জেনি আর এল, লেখা কে সি, নিখাত জারিন ও নিতু। মেরি কম ২০০২, ২০০৫, ২০০৬, ২০০৮, ২০১০ ও ২০১৮ সালের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন। সরিতা দেবী সোনা জেতেন ২০০৬ সালে। জেনিও সোনা জেতেন ২০০৬ সালে। লেখাও সোনা জেতেন ২০০৬ সালে। নিখাত সোনা জেতেন গত বছর। এবার জোড়া সোনা পেল ভারত। রবিবার ফাইনালে লড়াই করবেন নিখাত ও লাভলিনা বর্গোহাইন। তাঁরা চ্যাম্পিয়ন হলে এবার চারটি সোনা পাবে ভারত।

আগামী বছর প্যারিস অলিম্পিক্স। নিতু, সয়েতি, নিখাত, লাভলিনারা এই পারফরম্যান্স ধরে রাখতে পারলে অলিম্পিক্সেও সাফল্য পাবেন। সেই আশাই করছে ক্রীড়ামহল।

আরও পড়ুন-

বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ ফাইনালে দুরন্ত লড়াই করে সোনা জয় নিতু ঘানঘাসের

মহিলাদের ইভেন্টে যোগ দিতে পারবেন না লিঙ্গ পরিবর্তনকারীরা, ঘোষণা বিশ্ব অ্যাথেলিটক্স সংস্থার

জাতীয় মহিলা টেবল টেনিস চ্যাম্পিয়ন শ্রীজা আকুলার সঙ্গে, টেবল টেনিসের টক্কর কিরেন রিজিজুর

Share this article
click me!

Latest Videos

‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন