প্যারালিম্পিক্সের সাফল্য ধরে রাখলেন সুমিত আন্টিল ও যোগেশ কাঠুনিয়া, দুজনেই গড়লেন নয়া বিশ্ব রেকর্ড

টোকিও প্যারালিম্পিক্সে পদক জিতেছিলেন দুজনেই। এবার ইন্ডিয়ান ওপেন প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (Indian Open Para Athletics Championships 2022) বিশ্বরেকর্ড গড়লেন সুমিত আন্টিল (Sumit Antil) ও যোগেশ কাঠুনিয়া (Yogesh Kathuniya)।
 

একেই হয়তো বলে জেতার খিদে। ছন্দ ধরে রাখার আদর্শ উদাহরণ। টোকিও প্যারালিম্পিক্সে জ্যাভেলিম থ্রোয়ে সোনা জিতে নজির গড়েছিলেন ভারতীয় প্যারা অ্যাথলিট সুমিত আন্টিল। টোকিওতে এফ৬৪ বিভাগে ৬৮.৫৫ মিটার বর্শা ছুড়ে বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতেছিলেন সুমিত। তারপর বলেছিলেন এশিয়ান গেমসের আগে ৭৫ মিটার অতিক্রিম করতে চান তিনি। নিজের লক্ষ্যে যে সুমিত আন্টিল কতটা দৃঢ় প্রতিজ্ঞ তার প্রমাণ মিলল ইন্ডিয়ান ওপেন প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে। বেঙ্গালুরুরতে আয়োজিত এই প্রতিযোগিতায় বিশ্বরেকর্ড গড়লেন সুমিত আন্টিল। শুধু জ্যাভেলিনে নয় ইন্ডিয়ান ওপেন প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ডিসকাস থ্রোতেও  হলব বিশ্ব রেকর্ড। যোগেশ কাঠুনিয়া এই রেকর্ড গড়েন।

এদিন বেঙ্গালুরুর ইন্ডিয়ান ওপেন প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৬৮.৬২ মিটার দূরে বর্শা সুমিত আন্টিল। যার ফলে নিজের টোকিও অলিম্পিক্সে গড়া বিশ্ব রেকর্ড ভেঙে ফের নতুন রেকর্ড গড়লেন। প্রসঙ্গত, টোকিওতে ফাইনালের প্রথম থ্রোয়েই ৬৬.৯৫ মিটার জ্যাভলিন ছুঁড়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন সুমিত। দ্বিতীয় ও ষষ্ঠ থ্রোতে নিজের রেকর্ড নিজেই ভাঙেন সুমিত। জ্যাভলিন অতিক্রিম করেছিল ৬৮.০৮ ও ৬৮.৫৫ মিটার দূরত্ব। ফলে পরপর তিনবার বিশ্বরেকর্ড গড়েছিলেন সুমিত।  যদিও সোনা জয়ের জন্য সুমিতের প্রথম থ্রো ৬৬.৯৫ মিটারই যথেষ্ট ছিল।  আর এবার দেশের মাটিতে নিজের গড়া রেকর্ডই আরও একবার ভাঙলেন। তবে সুনমীত আন্টিলের স্বপ্নের লক্ষ্য হল ৮০ মিটার। নয়া বিশ্ব রেকর্ড গড়তে পেরে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন সুমিত আন্টিল।

Latest Videos

 

 

অপরদিককে, ২০১৯ বিশ্ব প্যারা চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন যোগেশ। সেই সাফল্যই প্যারালিম্পিক্সেও ধরে রেখেছিলেন যোগেশ। প্রথম বার প্যারালিম্পিক্সে অংশ নিয়েই পদক পেয়েছিলেন যোগেশ। ৪৪.৩৮ মিটার ছুড়ে রুপো  জিতছিলেন ভারতীয় প্য়ারা অ্যাথলিট। একই ছন্দে দেখা গিয়েছে যোগেশকে। তিনি ডিসকাসে ৪৮.৩৪ মিটার ছুড়ে বিশ্বরেকর্ড গড়েছেন।  ২৪ বছরের যোগেশ নয়াদিল্লির কিরোরিমল কলেজের ছাত্র। আট বছর বয়স থেকে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন তিনি। যোগেশের বাবা সেনায় কর্মরত। তাঁর কাছ থেকেই মানসিক জোর পেয়েছেন যোগেশ। লড়াই করার সেই শক্তিতেই একর পর এক রেকর্ড গড়ছেন যোগেশ কাঠুনিা। ডিসকাস থ্রোয়ে নয়া বিশ্ব রেকর্ড গড়তে পেরে  খুশি যোগেশ কাঠুনিয়া। আগামি দিনে আরও এগিয়ে যাওয়াই লক্ষ্য তার।

Share this article
click me!

Latest Videos

Naihati-তে কার পাল্লা ভারী? ফল ঘোষণার আগে উত্তেজনা তুঙ্গে গোটা এলাকায় | Naihati By Election Results
'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের (TMC) পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)
Bear Rescue Operation | বরফের মধ্যে ভাল্লুকের প্রান বাঁচাল ভারতীয় সেনা, দেখুন দুঃসাহসিক ভিডিও
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul