টোকিও অলিম্পিকের দ্বিতীয় রাউন্ডে হার বাংলারর সুতীর্থা মুখোপাধ্যায়ের। পর্তুগালের প্রতিপক্ষের বিরুদ্ধে দাঁড়াতেই পারলেন না তিনি। স্ট্রেট সেটে হেরে বিদায় ভারতীয় প্যাডলারের।
প্রণতি নায়েকের পর টোকিও অলিম্পিক থেকে বিদায় নিলেন আরও বঙ্গ তনয়া। মহিলাদের ব্যক্তিগত বিভাগের দ্বিতীয় রাউন্ডে পর্তুগালের ফু ইউ-এর বিরুদ্ধে কার্যত আত্মসমর্পন করলেন সুতীর্থা মুখোপাধ্যায়। প্রথম রাউন্ডে ৩-১ ব্যবধানে পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে এনেছিলেন ভারতীয় প্যাডলার। কিন্তু দ্বিতীয় রাউন্ডে একেবারেই ছন্দে পাওয়া যায়নি সুতীর্থাকে। স্ট্রেট সেটে হেরে বিদায় নিলেন তিনি।
পর্তুগালের ফু ইউ-এর অ্যাটাকের সামনে এদিন দাঁড়াতেই পারেনি সুতীর্থী মুখোপাধ্যায়। প্রথম গেমে মাত্র ৫ মিনিটের লড়াই ৩-১১ ব্যবধানে হেরে যান সুতীর্থা। দ্বিতীয় গেমেও ঘুড়ে দাঁড়াতে পারেননি তিনি। খেলার ফল সেই ৩-১১। তৃতীয় সেটেও পর্তুগিজ তারকা সুতীর্থাকে ৫-১১ ব্যবধানে পরাজিত করেন। পরপর তিনটি সেট হেরে আর ঘুড়ে দাঁড়াতে পারেনি সুতীর্থা মুখোপাধ্যায়। ফলে চুতু্র্থ সেটেও ৫-১১ ব্যবধানে হেরে যান বঙ্গ তনয়া।
প্রথম পর্বের ম্যাচে পিছিয়ে পড়েও যেভাবে জয়ী হয়েছিলেন সুতীর্থা মুখোপাধ্যায়, তাতে তাকে ঘিরে আশা বেড়েছিল সকলের মধ্যে। তারউপর প্রণতির হারে পর সুতীর্থার দিকেই তাকিয়ে ছিল গোটা বাংলা। কিন্তু দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেওয়া হতাস সকলেই।