বঙ্গরত্ন পাচ্ছেন টেবিল টেনিস তারকা, ভারতী ঘোষকে পুরষ্কৃত করবেন মুখ্যমন্ত্রী

Published : Jan 20, 2020, 01:09 AM IST
বঙ্গরত্ন পাচ্ছেন টেবিল টেনিস তারকা,  ভারতী ঘোষকে পুরষ্কৃত করবেন মুখ্যমন্ত্রী

সংক্ষিপ্ত

নবমতম উত্তরবঙ্গ উৎসবে বঙ্গরত্ন পুরষ্কার ঘোষণা পুরষ্কার পেতে চলেছেন টেবিল টেনিস তারকা ভারতী ঘোষ  সোমবার ভারতী ঘোষের হাতে সন্মাননা দেবেন খোদ মুখ্যমন্ত্রী এদিনই উত্তরবঙ্গ উৎসবের সূচনা করবেন মমতা

 নবমতম উত্তরবঙ্গ উৎসবে বঙ্গরত্ন পুরষ্কার পেতে চলেছেন টেবিল টেনিস তারকা ভারতী ঘোষ। সোমবার উৎসবের সূচনা মঞ্চ থেকেই ভারতী ঘোষের হাতে সন্মাননা তুলে দেবেন খোদ মুখ্যমন্ত্রী। একইসঙ্গে আরও ৮ জন বিশিষ্ট ব্যক্তিদের হাতে একই সন্মাননা তুলে দেবেন তিনি। 

উত্তরবঙ্গ উৎসবের মঞ্চ থেকে বিশিষ্ট ব্যক্তিদের হাতে বঙ্গরত্ন সন্মান তুলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই উৎসবের অঙ্গ হিসেবে এবারও শিলিগুড়ির বিশিষ্ট ব্যক্তি হিসেবে নাম উঠে এসেছে টেবিল টেনিস তারকা ভারতী ঘোষের নাম। মূলত টেবিল টেনিসে তার অবদানের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। 

ভারতী ঘোষ বঙ্গরত্ন সন্মানে ভূষিত হচ্ছেন জেনে খুশির আমেজ শিলিগুড়ি জুড়ে। ভারতী ঘোষের শিক্ষায় শিক্ষিত হয়ে টেবিল টেনিসে নাম উজ্জ্বল করা তারকারাও খুশি। একইসঙ্গে খুশি খোদ ভারতী ঘোষও। তিনি বলেন, আমি খুবই খুশি। নতুন প্রজন্মের কাছে আমার বার্তা একটাই। তা হল খেলাধূলো করলেই হবে না। সঙ্গে শরীর সুস্থ রাখতে শরীর চর্চাও প্রয়োজন। 

বঙ্গরত্ন সন্মানে ভূষিত হওয়ার আগে আজ এক সাক্ষাৎকারের মাধ্যমে তিনি বলেন, অনেকেই আমার কাছে প্রশিক্ষণ নিয়ে টেবিল টেনিসে নাম উজ্জ্বল করেছে। আমি খুব আপ্লুত। বেশ ভালো লাগে। আগামীতেও অনেকে নাম উজ্জ্বল করবে এটাই আশা রাখব।

PREV
click me!

Recommended Stories

India vs South Africa 3rd T20: তৃতীয় টি-২০ ম্যাচে বাদ পড়তে পারেন শুভমান? ফিরছেন স্যামসন
'বিদেশ সফরে গেলেই ক্রিকেটাররা নেশা করেন,' বিস্ফোরক রবীন্দ্র জাডেজার স্ত্রী রিভাবা