অলিম্পিক শুরুর আগেই ধাক্কা, হোটেল থেকে নিখোঁজ উগান্ডার অ্যাথলিট

টোকিও অলিম্পিক ২০২১ শুরুর আগেই নিখোঁজ উগান্ডার অ্যাথলিট। তাঁর হোটেল থেকেই নিখঁজ হয়েছেন তিনি বলে সূত্রের খবর।

Parna Sengupta | Published : Jul 16, 2021 9:36 AM IST / Updated: Jul 16 2021, 03:25 PM IST

দিন কয়েকের মধ্যেই শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী অলিম্পিক গেমস। তার মধ্যেই বড় দুর্ঘটনা ঘটে গেল উগান্ডার টিমের সঙ্গে। টোকিও অলিম্পিক ২০২১ শুরুর আগেই নিখোঁজ উগান্ডার অ্যাথলিট। তাঁর হোটেল থেকেই নিখোঁজ হয়েছেন তিনি বলে সূত্রের খবর। 

সংবাদসংস্থা এএফপি জানাচ্ছে ২০ বছরের ভারোত্তোলক জুলিয়াস সেকিটোলেকো হোটেল রুম থেকে নিখোঁজ হন। তাঁকে করোনা পরীক্ষার ট্রেনিং ক্যাম্পে ডাকা হয়েছিল। তিনি না যাওয়ায় তাঁর খোঁজ করা হয়। তখনই দেখা যায় তিনি নিখোঁজ। 

ইজুমিসানো শহর কর্তৃপক্ষের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, "উগান্ডার প্রতিনিধি দলের একজন সদস্য, যিনি এই শহরে অলিম্পিকের প্রতিনিধি হিসেবে এসেছিলেন, তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে। গোটা বিষয়টি তদন্তসাপেক্ষ। তদন্ত অলিম্পিক কমিটির তরফে সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। 

Share this article
click me!