
কাজাখস্তানের কুস্তিগীর দৌলত নিয়াজবেকভ-কে পরাজিত করে টোকিও অলিম্পিকের ৬৫ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে, ভারতীয় কুস্তিগীর বজরং পুনিয়া ব্রোঞ্জ পদক জয়ের সঙ্গে সঙ্গে বৃষ্টির মতো ঝরে পড়ছে অভিনন্দন বার্তা। বলাই বাহুল্য, নেতৃত্বে রয়েছেন সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যাঁরে মহিলা হকি দল ব্রোঞ্জ হারানোর পর দেখা গিয়েছিল অভিভাবকের ভূমিকায়। প্রত্যেক পদক জয়ীর সঙ্গেই কথা বলেছেন তিনি। এদিও তার ব্যতিক্রম হল না।
প্রধানমন্ত্রী টুইট করে বলেছেন, 'টোকিও ২০২০ থেকে আনন্দের খবর! চমকপ্রদভাবে লড়াই করেছেন বজরং পুনিয়া। সাফল্যের জন্য আপনাকে অভিনন্দন, যা প্রত্যেক ভারতীয়কে গর্বিত এবং আনন্দিত করেছে।'
"
রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দও অভিনন্দন জানিয়েছেন কুস্তিগিরকে। তাঁর অফিসিয়াল হ্যান্ডেল থেকে টুইট করে " রাষ্ট্রপতি বলেন, 'ভারতীয় কুস্তির জন্য একটি বিশেষ মুহূর্ত! টোকিও ২০২০-তে ব্রোঞ্জ জেতার জন্য বজরং পুনিয়াকে অভিনন্দন। আপনি বছরের পর বছর ধরে অক্লান্ত প্রচেষ্টা, ধারাবাহিকতা এবং দৃঢ়তার সঙ্গে নিজেকে অসামান্য কুস্তিগীরের পর্যায়ে তুলে নিয়ে গিয়েছেন। প্রত্যেক ভারতীয় আপনার সাফল্যের আনন্দ ভাগ করে নেয়!'
আইনমন্ত্রী কিরেন রিজিজু, যিনি কয়েক দিন আগে পর্যন্ত যুব বিষয়ক ও ক্রীড়া বিভাগের দায়িত্বে ছিলেন, তিনিও বজরং-এর সাফল্যে টুইট করেছেন, 'ভারত টোকিও ২০২০ তে ষষ্ঠ অলিম্পিক পদক পেয়েছে! অলিম্পিক ব্রোঞ্জ পদক জয়ের জন্য আমাদের তারকা কুস্তিগীর বজরং পুনিয়া ভাইকে অভিনন্দন! আমরা আপনার জন্য গর্বিত! চিয়ার ইন্ডিয়া।'
আর বর্তমান ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর বজরং-এর জয়ের মুহূর্তের ভিডিও ক্লিপটি টুইটারে শেয়ার করে বলেছেন, 'বজরং এর জন্য ব্রোঞ্জ!!! আপনি করে দেখিয়েছেন! ভারত কতটা রোমাঞ্চিত বলে বোঝানো যাবে না! আমি আপনাকে নিয়ে গর্বিত, আপনার প্রভাবশালী পারফরম্যান্স এবং দর্শনীয় সমাপ্তি দেখতে দারুণ লেগেছে!'