একাধিক সুযোগ নষ্টের খেসারত, ড্র দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতীয় মহিলা হকি দলের

ড্র দিয়ে মহিলা বিশ্বকাপের (Womens Hockey World Cup 2022) অভিযান শুরু করল ভারতীয় মহিলা দল (Indian Womens Hokey Team)। ইংল্যান্ডের বিরুদ্ধে একাধিক  সুযোগ নষ্ট করে শেষ পর্যন্ত ১-১ গোলে ট্র করল সবিতা পুনিয়া, বন্দনা কাটারিয়ারা।
 

টোকিও অলিম্পিক্সে ইতিহাসের কাছে গিয়েও তা অধরা থেকে গিয়েছিল ভারতীয়  মহিলা হকি দলের। ব্রোঞ্জ মেডেল জয়ের ম্য়াতে গ্রেট ব্রিটেনের কাছে লড়াই করেও হারতে হয়েছিল ৪-৩ গোলে। ব্রিটিশদের বিরুদ্ধে সেই হারের বদলা নেওয়ার সুযোগ মহিলা হকি বিশ্বকাপের প্রথম ম্যাচেই পেয়েছিল ভারতীয় মহিলা দল। কিন্তু তা কাজে লাগাতে পারল না সবিতা পুনিয়া, বন্দনা কাটারিয়ারা। বিশ্বকাপের প্রথনম ম্যাচে ১-১ গোলে ড্র দিয়ে অভিযান শুরু করল ভারতীয় মহিলা হককি দল। বলা চলে একাধিক সুযোগ  নষ্টের খেসারত দিয়ে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতকে।  ভালো খেলেও জয় না পাওয়ায় হতাশ গোটা দল। হতাশ ভারতীয় দলের কোচ ইয়েনেক স্কপম্যান। পরবর্তী ম্য়াচগুলিতে জয়ে ফেরাই লক্ষ্য ভারতীয় দলের।

এদিন ম্যাচের শুরুটা ভালোই করেছিল ভারতীয় মহিলা হকি দল। শুরুতেই পেনাল্টি কর্ণার পেলেও তা কাজে আসেনিয। গোলের সুযোগ নষ্ট করেন বন্দনা কাটারিয়া। কিন্তু এরপরই ম্যাচে আক্রমণের ঝড় কোবে ইংল্য়ান্ড। যার সুবাদে ম্য়াচের ৮ মিনিটেই গোলের মুখ খুলে ফেলে ব্রিটিশ মহিলারা। ডি বক্সের বাইরে থেকে বাড়ানো পাস ধরেন ইসাবেলা পিটার। সেখান থেকে সহজ সুযোগ কাজে লাগিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি। গোল ছেড়ে এগিয়ে এসে জায়গা ছোট করলেও গোল রুকতে পারেননি ভারতীয় দলের গোলকিপার সবিতা। এক গোলে পিছিয়ে পড়ার পর গোল শোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে ভারতীয় দল। ম্য়াচের একাধিক পেনাল্টি কর্ণার আদায় করে নিলেও তা কাজে লাগাতে পারেনি ভারতীয় মহিলা হকি প্লেয়াররা।

Latest Videos

 

 

দ্বিতীয় কোয়ার্টারের ১২ মিনিটে সমতায় ফেরে ভারত।এ বারও পেনাল্টি কর্নার থেকে নেওয়া শট ইংল্যান্ড গোলকিপারের গায়ে লেগে ছিটকে আসে। সেই বল ধরে ঠান্ডা মাথায় গোলে ঠেলে দেন বন্দনা কাটারিয়া। তৃতীয় কোয়ার্টারের শেষ দিকে ভারতীয় দল প্রায় গোল পেয়ে গিয়েছিল। নেহার জোরালো শট ইংল্যান্ড গোলকিপারের গায়ে লেগে বাইরে চলে যায়। তবে দিনের সেরা সুযোগ নষ্ট করেন শর্মিলা। ৫৭ মিনিটে ফাঁকা গোলের সামনে দাঁড়িয়েও তা গোলে রাখতে পারেননি। যার ফলে শেষ পর্যন্ত ১-১ গোলে সমতাতেই শেষ হয় খেলা। ম্য়াচ শেষে যেভাবে মেয়েরা পেনাল্টি কর্ণার নষ্ট করেছে তা নিয়ে আক্ষেপও প্রকাশ করেন ভারতীয় দলের কোচ। প্রসঙ্গত, ১৯৭৪ সালে হকি বিশ্বকাপে চতুর্থ স্থানে শেষ করেছিল ভারত। যা এখন পর্যন্ত তাদের সেরা পারফরম্যান্স। এবার পদক জয়ের লক্ষ্যে আগামি ম্য়াচ থেকে নিজেদের সেরাটা দেওয়াই লক্ষ্য মহিলা দলের। 

Share this article
click me!

Latest Videos

Narendra Modi : মুম্বইতে ইসকন মন্দিরের উদ্বোধন করে বড় বার্তা মোদীর, দেখুন কী বললেন
'স্যালাইন কাণ্ডে মমতার গ্রেফতারি চাই', স্বাস্থ্য ভবনের সামনে ঝাঁঝিয়ে উঠলেন শুভেন্দু অধিকারী
West Bengal-এ সন্ত্রাসের বিরুদ্ধে Suvendu Adhikari-র বিক্ষোভ মিছিল! দেখুন সরাসরি
West Bengal-এ সন্ত্রাসের বিরুদ্ধে Suvendu Adhikari-র বিক্ষোভ মিছিল! দেখুন সরাসরি
বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ৫ রাশির সম্পর্কে অশান্তির আশঙ্কা, দেখে নিন আজকের ১২ রাশির রাশিফল