
গোরখপুর। গোরক্ষনাথ মন্দিরে থাকাকালীন বুধবার সকালে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দিন শুরু হয় চিরাচরিত ভাবেই। তিনি সকালে গোরক্ষনাথ মন্দিরে শিবাবতার মহাযোগী গুরু গোরক্ষনাথের বিধি মেনে দর্শন ও পুজো করেন। এরপর তিনি তাঁর গুরু ব্রহ্মলীন মহন্ত অবৈদ্যনাথের সমাধিস্থলে পৌঁছে শ্রদ্ধার সঙ্গে মাথা নত করেন। মুখ্যমন্ত্রী যখনই গোরক্ষনাথ মন্দিরে থাকেন, পুজো-অর্চনার পাশাপাশি গোসেবাও তাঁর দৈনন্দিন রুটিনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে।
সকালে মন্দির চত্বর ঘুরে দেখার সময় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গোশালায় পৌঁছান এবং সেখানে কিছুক্ষণ সময় কাটান। গোশালায় তিনি ঘুরে ঘুরে গরুদের নাম ধরে ডাকেন—শ্যামা, গৌরী, গঙ্গা, ভোলা-র মতো নামগুলি তাঁর কণ্ঠস্বর শুনেই চিনে ফেলে। নিজের নাম শুনেই ভালোবেসে ডাকা মাত্রই অনেক গরু দৌড়ে মুখ্যমন্ত্রীর কাছে চলে আসে। মুখ্যমন্ত্রী সবার মাথায় স্নেহের সঙ্গে হাত বুলিয়ে দেন, আদর করেন এবং নিজের হাতে গুড়-রুটি খাইয়ে গোসেবা করেন।
মন্দির চত্বরে ঘোরার সময় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নজর পড়ে পরিবারের সঙ্গে আসা শিশুদের ওপর। তিনি শিশুদের কাছে ডেকে তাদের নাম এবং পড়াশোনা সম্পর্কে জিজ্ঞাসা করেন। মুখ্যমন্ত্রী শিশুদের সঙ্গে আন্তরিকভাবে মজা করেন এবং স্নেহাশিস দিয়ে বলেন- “মন দিয়ে পড়াশোনা করো, অনেক বড় হও।”
এই উপলক্ষে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শিশুদের নিজের হাতে মিষ্টিও বিতরণ করেন। পাশাপাশি, দুটি ছোট শিশুকে কোলে নিয়ে তাদের অন্নপ্রাশনও করান। এই দৃশ্যটি উপস্থিত ভক্তদের জন্য আবেগঘন এবং অনুপ্রেরণামূলক ছিল।