Govt Scheme: 'রাষ্ট্রীয় পারিবারিক লাভ যোজনা'র অধীনে পরিবারের কর্তার মৃত্যুতে ৩০ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান করবে। স্বাভাবিক মৃত্যু, আত্মহত্যা বা দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে, নির্দিষ্ট আয়সীমার মধ্যে থাকা পরিবারগুলি সুবিধা পাবেন।
এবার থেকে সরকার ৩০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেবে সরকার। যে সমস্ত পরিবারের কর্তা বা প্রধানের মৃত্যুর হয়ে যায়, সেই পরিবারগুলো এই আর্থিক সাহায্য দেওয়া হয়।
511
সরকার এই যোজনার জন্য কিছু নির্ণায়ক মানদণ্ড স্থির করেছে।
611
রাষ্ট্রীয় পারিবারিক লাভ যোজনা প্রকল্পের অধীনে সুবিধা পেতে পারেন ৩০ হাজার টাকা পাবেন। এক্ষেত্রে সেই পরিবারের কর্তার স্বাভাবিক মৃত্যু হওয়া দরকার।
711
এক্ষেত্রে মৃত্যুর সময় বয়স হওয়া দরকার ১৮ বছর থেকে ৬০ বছরের মধ্যে। বিশেষ ক্ষেত্রে আত্মহত্যা ও দুর্ঘটনায় মৃত্যু হলে মিলবে সুবিধা।
811
পরিবারের বার্ষিক আয় ৫৬,৪৫০ টাকা কম হতে হবে। গ্রামাঞ্চলের জন্য পরিবারের বার্ষিক আয় ৪৬,০৮০ টাকার বেশি হওয়া উচিত নয়।
911
পরিবারকে থাকতে হবে বিপিএল সীমান্ত নীচে। এই মানদণ্ডগুলো পূরণ করলেই আপনি এই যোজনার সুবিধা পাবেন।
1011
এই সুবিধা পাবেন উত্তরপ্রদেশের মানুষজন। উত্তরপ্রদেশ সরকার তাঁর রাজ্যের মানুষের জন্য অনেক ধরনের যোজনাই পরিচালনা করা থাকে।
1111
এবার উত্তরপ্রদেশবাসীদের সরকার ৩০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেবে। শীঘ্রই মিলবে টাকা