সদ্য ডিএ বা মহার্ঘ্য ভাতা বেড়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। বর্তমানে ৫৫ শতাংশ হাতে ডিএ পাচ্ছেন তারা।
এবার কেন্দ্রের দেখানো পথেই হাঁটল রাজ্য। বাড়তে চলেছে রাজ্য সরকারি কর্মীদের আয়।
কেন্দ্রের মতো রাজ্যেও বাড়ল ডিএ। ২ শতাংশ ডিএ বৃদ্ধি করল রাজ্য সরকার। ফলে মিলবে বাড়তি টাকা।
এই ডিএ বৃদ্ধি কার্যকর হবে জানুয়ারি থেকে। যে কারণে এসঙ্গে মিলবে এরিয়ার। ফলে পাবেন মোটা টাকা।
রাজ্য বাজেটে ৪ শতাংশ ডিএ বা মহার্ঘ্য ভাতা বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু, সব শেষে বাড়বে ২ শতাংশ। এমনই জানানো হল রাজ্য সরকারের পক্ষ থেকে।
উত্তরপ্রদেশ সরকার রাজ্য সরকারি কর্মীদের জন্য ২ শতাংশ হারে মহার্ঘ্য ভাতা বা ডিএ বাড়িয়েছে। যা কার্যকর হতে চলেছে এই জানুয়ারি থেকে।
মে মাসের বেতনের সঙ্গে মিলবে পুরো এরিয়ার। অর্থাৎ জানুয়ারি থেকে এপ্রিল মাসের বাড়তি বেতন মিলবে মে মাসের বেতনের সঙ্গে।
এই খবরে খুশির হাওয়া কর্মীদের মধ্যে। উত্তরপ্রদেশের রাজ্য সরকারি কর্মী থেকে পেনশন ভোগী সকলে উপকৃত হবেন।
এদিকে শুক্রবার অসমের মুখ্যমন্ত্রীও ঘোষণা করেছেন ডিএ বৃদ্ধির বিষয়। ২ শতাংশ বাড়ানো হয়েছে ডি।
মহারাষ্ট্র সরকারও মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করেছে। এবার প্রকাশ্যে এর উত্তরপ্রদেশ সরকারের মহার্ঘ্য ভাতা বৃদ্ধির খবর।
Sayanita Chakraborty