প্রয়াগরাজে মহাকুম্ভে যোগী আদিত্যনাথ, যোগ দিলেন পট্টাভিষেক অনুষ্ঠানে

Published : Feb 01, 2025, 05:33 PM ISTUpdated : Feb 01, 2025, 05:37 PM IST
প্রয়াগরাজে মহাকুম্ভে যোগী আদিত্যনাথ, যোগ দিলেন পট্টাভিষেক অনুষ্ঠানে

সংক্ষিপ্ত

ফের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় গেলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিলেন।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শনিবার প্রয়াগরাজ সফরে গেলেন। মহাকুম্ভ মেলায় সেক্টর ২২-এ দুই পূজনীয় সন্তের পট্টাভিষেকের জন্য আয়োজিত ধর্মসভা অনুষ্ঠানে উপস্থিত হন যোগী। যেখানে তিনি সন্তদের আশীর্বাদ গ্রহণ করেন এবং নবনিযুক্ত জগদগুরুদের অভিনন্দন জানান। মহাকুম্ভের সেক্টর ২২-এ সন্তোষ দাস সতুয়া বাবা এবং স্বামী রাম কমলাচার্যের পট্টাভিষেক অনুষ্ঠিত হয়। তুলসী পীঠাধিশ্বর জগদগুরু স্বামী রামভদ্রাচার্য দুই সন্তকে জগদগুরু পদের জন্য মনোনীত করেন। এই উপলক্ষে যোগী সনাতন ধর্মের অভিযানকে এগিয়ে নিয়ে যাওয়া দুই সন্তের প্রশংসা করেন এবং তাঁদের অভিনন্দন জানান। ধর্মসভায় বক্তব্য রাখতে গিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনারা সকলেই সনাতন ধর্মের স্তম্ভ। বিপরীত পরিস্থিতিতে ধৈর্য ধরে চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে এই অভিযানকে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ, সনাতন ধর্মই মানব ধর্ম। সনাতন থাকবে তো মানব ধর্ম থাকবে, মানবতা থাকবে, সৃষ্টি থাকবে।’

মৌনী অমাবস্যায় দুর্ঘটনার জন্য দুঃখপ্রকাশ যোগীর

মৌনী অমাবস্যা উপলক্ষে প্রয়াগরাজে কয়েক কোটি পুণ্যার্থী গিয়েছিলেন। সেই ঘটনায় দুঃখপ্রকাশ করে যোগী বলেছেন, ‘আমি সেই পূজনীয় সন্তদের প্রশংসা করব, যাঁরা মৌনী অমাবস্যার দিন ধৈর্য ধরে পরিস্থিতি সামলেছেন। কিছু পুণ্যাত্মা দুর্ঘটনার শিকার হয়েছেন। কিন্তু সেই পরিস্থিতিতে আমাদের সন্তরা একজন অভিভাবকের ভূমিকা পালন করেছেন। যেমন পরিবারের উপর বিপত্তি এলে পরিবারের কর্তা ভয় পান না, তেমনই সাহসের সঙ্গে দাঁড়িয়ে এই চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে তারা পরিস্থিতি সামাল দিয়েছেন।’

সনাতন ধর্মরক্ষার ডাক যোগীর

সনাতন ধর্ম প্রসঙ্গে যোগী বলেছেন, ‘আপনারা দেখেছেন, যারা সনাতন ধর্মের বিরোধী তারা চেষ্টা করছিল যাতে সন্তদের ধৈর্য্যচ্যুতি ঘটে এবং তারপর তারা উপহাস করতে পারে। কিন্তু আমি পূজনীয় সন্তদের প্রশংসা করব যাঁরা সেই পরিস্থিতিতে ধৈর্য ধরে পুণ্যাত্মাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এবং মা গঙ্গার প্রতি তাঁদের দায়িত্ব পালন করে এই আয়োজনকে সফল করে তুলেছেন। এই প্রেরণায় গত ১৯ দিনে ৩২ কোটিরও বেশি পুণ্যার্থী জলে ডুব দিয়ে পুণ্যের অংশীদার হয়েছেন। কিছু মানুষ বিভ্রান্ত করে সনাতন ধর্মের প্রতিটি বিষয়ে ষড়যন্ত্র করতে ছাড়ে না। রাম জন্মভূমি থেকে আজ পর্যন্ত তাদের আচরণ সকলেরই জানা। এমন মানুষদের থেকে সাবধান হয়ে সনাতন ধর্মের আদর্শ এবং মূল্যবোধ নিয়ে এই পূজনীয় সন্তদের সান্নিধ্যে আমাদের এগিয়ে যেতে হবে। যতক্ষণ পূজনীয় সন্তদের সম্মান আছে, সনাতন ধর্মের কেউ ক্ষতি করতে পারবে না।’

যোগীর প্রশংসায় সন্তরা

শনিবার বিশেষ অনুষ্ঠান উপলক্ষে জুনা পীঠাধিশ্বর আচার্য মহামন্ডলেশ্বর স্বামী অবধেশানন্দ গিরি বলেন, 'যখন থেকে গোরক্ষ পীঠাধিশ্বর যোগীজি উত্তরপ্রদেশের শাসনভার গ্রহণ করেছেন, তখন থেকে সনাতনের সূর্য সমগ্র বিশ্বকে আলোকিত করছে। আজ সমগ্র বিশ্বে সনাতন মূল্যবোধের প্রতি, যোগ, আয়ুর্বেদের প্রতি, আধ্যাত্মিক মূল্যবোধের প্রতি যে স্বীকৃতি এবং মান্যতা তৈরি হয়েছে, এর আগে তা ছিল না। বিশ্বের সকলেই অভিভূত, বিস্মিত এবং এই মহাকুম্ভ নিয়ে সমগ্র সনাতন জগৎ উল্লসিত। এই মহাকুম্ভের যে মহাপুরুষ অসাধারণ সংকল্প নিয়েছেন, বিশ্বব্যাপী প্রচার-প্রসারের জন্য যোগীজিকে অভিনন্দন জানাতে চাই। তার নেতৃত্বে সমগ্র সন্ত সমাজ সুরক্ষিত, সম্মানিত।' তুলসী পীঠাধিশ্বর জগদগুরু রামানন্দাচার্য স্বামী রামভদ্রাচার্যজি বলেন, 'এখন রাম কমলাচার্যজি মহারাজ আজ থেকে জগদগুরু স্বামী রাম কমলাচার্যজি মহারাজ এবং সন্তোষ দাসজি জগদগুরু বিষ্ণু স্বামী সন্তোষ দাসজি মহারাজ সতুয়া বাবা হবেন।' স্বামী রামভদ্রাচার্য মহারাজ যোগীকে মহাকুম্ভের সফল আয়োজনের জন্য আশীর্বাদ এবং অভিনন্দন জানান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

মহাকুম্ভ ২০২৫ পবিত্র স্নান সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দেখুন ছবি

ঘরে বসেই করতে পারবেন মহাকুম্ভ ২০২৫-এর পবিত্র স্নান! শুধু মানতে হবে এই ৫টি বিষয়

ত্রিবেণী সঙ্গমে বারো মাধব দর্শন! মহাকুম্ভ যাত্রার এক রহস্যময় প্রদক্ষিণ

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

যোগী সরকারের উত্তরপ্রদেশ ডিজিটাল পাওয়ারহাউস: স্টার্টআপ, আইটিতে রেকর্ড বৃদ্ধি
ই-চালান ইন্টিগ্রেশনে উত্তরপ্রদেশে সড়ক সুরক্ষায় জোর, ১৭ জেলায় শুরু প্রক্রিয়া