Uttar Pradesh: রাস্তা বসে নমাজ পড়লেই বাতিল হতে পারে পাসপোর্ট-লাইসেন্স? ঈদের আগে কড়া নিয়ম এই রাজ্যে

সংক্ষিপ্ত

Yogi Police: যোগী (Uttar Pradesh News) রাজ্যের পুলিশ। কোনও রকম অনুমতি ছাড়া রাস্তার মধ্যে নমাজ পড়তে বসলে কড়া শাস্তির মুখে পড়তে হবে বলে স্পষ্ট জানিয়ে দিলো উত্তর প্রদেশের (Uttar Pradesh) মেরঠ পুলিশ।  বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন…        

Yogi Police: চলছে রমজান মাস। সপ্তাহ ঘুরলেই ইদ। তার আগেই নমাজ নিয়ে বড় ঘোষণা করে দিলো যোগী (Uttar Pradesh News) রাজ্যের পুলিশ। কোনও রকম অনুমতি ছাড়া রাস্তার মধ্যে নমাজ পড়তে বসলে কড়া শাস্তির মুখে পড়তে হবে বলে স্পষ্ট জানিয়ে দিলো উত্তর প্রদেশের (Uttar Pradesh) মেরঠ পুলিশ।

সূত্রের খবর, পুলিশ প্রশাসনের অনুমতি ব্যতিত সাধারণ মানুষের অসুবিধা করে রাস্তায় বসে নমাজ (Namaz) পড়া নিয়ে কড়া নির্দেশ দিয়েছে উত্তর প্রদেশের মেরঠ পুলিশ। শুধু তাই নয়, মেরঠ পুলিশের এসপি আয়ুষ বিক্রম সিং জানিয়েছেন, রমজান মাস চলাকালীন বা ইদের সময় রাস্তায় বসে নমাজ পড়লে পেতে হবে কঠোর শাস্তি। বাতিল করে দেওয়া হতে পারে লাইসেন্স, পাসপোর্ট।

Latest Videos

মেরঠ এসপির (Meerut SP) সাফ কথা যে, ঈদের সময় মসজিদ, ইদগাহ ছাড়া কোনও ব্যক্তি যদি রাস্তায় বসে নমাজ পড়েন তাহলে তাঁকে কড়া শাস্তির মুখে পড়তে হবে। অভিযুক্তের লাইসেন্স, পাসপোর্ট বাতিল করে দেওয়া হতে পারে। শুধু তাই নয়, একবার পাসপোর্ট বাতিল হয়ে গেলে ফের তা নতুন করে বানাতে গেলে প্রচুর কাগজপত্র এবং ঝামেলাও পোহাতে হয়। সবথেকে বড় কথা পুলিশ ভেরিফিকেশন বা পুলিশের অনুমতি ছাড়া পাসপোর্ট পাওয়া যায় না।

মেরঠ পুলিশ সূত্রে খবর, রমজানের সময় প্রচুর রাস্তায় মুসলিম সম্প্রদায়ের মানুষদের নমাজ পড়তে দেখা যায়। এরফলে রাস্তায় তীব্র যানজট হয়। সাধারণ মানুষকে অন্য রাস্তা ঘুরে বা ঘুরপথে সময় নষ্ট করে গন্তব্যে যেতে হয়। ঈদের সময় এই সংক্রান্ত সমস্যা মেটাতে এবার আসরে নামল মেরঠ পুলিশ। জানা গিয়েছে, যোগী রাজ্যে পুলিশের কোনও রকম অনুমতি ছাড়া রাস্তায় নমাজ পড়লেই বাতিল হয়ে যাবে পাসপোর্ট। পড়তে হবে কঠোর শাস্তির মুখে।

নমাজ পড়া নিয়ে মেরঠ পুলিশের হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? জানা গিয়েছে, রাজ্যে মসজিদ, ঈদগাহ থাকা সত্ত্বেও ইসলাম ধর্মের বহু মানুষ ইদের দিন বা রোজার মাসে রাস্তাতেই নমাজ পড়েন। এতে পথ চলতি মানুষের খুব অসুবিধা ভোগ করতে হয়। যা নিয়ে মেরঠ পুলিশের কাছে অভিযোগও জমা পড়ছিল অনেক। আর এই সংক্রান্ত অভিযোগের নিস্পত্তি করতেই নমাজ পড়া নিয়ে এই কঠোর সিদ্ধান্তের কথা জানিয়েছে মেরঠ পুলিশ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'ভদ্রমহিলা জোচ্চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছেন', SSC-র রায় নিয়ে মমতাকে ধুয়ে দিলেন অভিজিৎ
কেন যোগ্য অযোগ্য বাছাই করেন নি? এসএসসি ভবনে প্রশ্ন করেছিলেন শুভেন্দু, ভাইরাল সেই ভিডিও