ভারতের বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশেও একই অবস্থা। সেখানে প্রায়ই শিশুদের পথকুকুর কামড়ানোর ঘটনা ঘটে। এই পরিস্থিতিতে, উত্তরপ্রদেশ সরকার ঘোষণা করেছে যে মানুষকে কামড়ালে পথকুকুরদের যাবজ্জীবন কারাদণ্ড হবে। অর্থাৎ, কোনো পথকুকুর প্রথমবার কাউকে কামড়ালে, সেটিকে নির্বীজকরণ করে নজরদারিতে রাখা হবে।
পথকুকুরদের যাবজ্জীবন
এরপর কুকুরটির শরীরে মাইক্রোচিপ বসিয়ে রাস্তায় ছেড়ে দেওয়া হবে। যদি সেই কুকুর কোনো উস্কানি ছাড়াই দ্বিতীয়বার কোনো মানুষকে কামড়ায়, তবে তাকে ধরে আশ্রয়কেন্দ্রে পাঠানো হবে। সারাজীবন সেই কুকুরটি আশ্রয়কেন্দ্রেই থাকবে, বাইরে ছাড়া হবে না।