5G Phone Under Rupees 10000: ১০ হাজার টাকার নিচেই এখন দুর্দান্ত ৫জি স্মার্টফোন? সঙ্গে ধামাকা ফিচার

Published : Aug 17, 2025, 11:22 AM IST
5G smartphones

সংক্ষিপ্ত

5G Phone Under Rupees 10000: এই ৫জি ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের AI ফিচার যুক্ত মেন রেয়ার ক্যামেরা সেন্সর। তাছাড়া পাওয়া যাবে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ।

5G Phone Under Rupees 10000: ভারতে এই মুহূর্তে প্রচুর মানুষ স্মার্টফোন ব্যবহার করে থাকেন। বলা চলে, ডিজিটাল বিপ্লব। আর বর্তমানে ৫জি স্মার্টফোনের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে (5g smartphone under 10000 in india)। 

এখন ১০ হাজার টাকারও কম দামে নতুন ৫জি ফোন লঞ্চ করেছে টেকনো 

দেশের বুকে লঞ্চ হয়েছে টেকনো স্পার্ক গো ৫জি ফোন। এই মডেলটিতে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬৪০০ চিপসেট। এছাড়াও আছে ৬০০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট। স্লিম ডিজাইন এবং হাল্কা ওজনের এই ৫জি ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের AI ফিচার যুক্ত মেন রেয়ার ক্যামেরা সেন্সর। তাছাড়া পাওয়া যাবে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। টেকনো সংস্থার নিজস্ব Ella AI ভয়েস অ্যাসিসট্যান্টের সাপোর্ট রয়েছে এই ফোনে এবং No Network Communication কানেক্টিভিটিও থাকছে (5g smartphone under 10000 with best camera)।

ভারতে টেকনো স্পার্ক গো ৫জি ফোনের দাম কত? 

টেকনো স্পার্ক গো ৫জি ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম হল ৯৯৯৯ টাকা। আগামী ২১ অগাস্ট, দুপুর ১২টা থেকে ফোনটির বিক্রি শুরু হবে অনলাইনে। ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন গ্রাহকরা। ইঙ্ক ব্ল্যাক, আকাশী নীল এবং টার্কিশ গ্রিন, এই তিনটি রঙেই মূলত ভারতে লঞ্চ হয়েছে টেকনো সংস্থার নতুন ৫জি ফোনটি। এই ফোনটিতে থাকছে ৬.৭৬ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত এলসিডি স্ক্রিন রয়েছে। যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। 

ফিচার কী কী থাকছে?

অপরদিকে, সেটটিতে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৬৪০০ চিপসেট রয়েছে। সেইসঙ্গে, ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ আছে। অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট রয়েছে টেকনো সংস্থার এই ৫জি মডেলটিতে।

টেকনো স্পার্ক গো ৫জি ফোনে সংস্থার নিজস্ব Ella AI অ্যাসিসট্যান্ট রয়েছে। যার ফলে, ইউজাররা হিন্দি, গুজরাটি, তামিল এবং বাংলা, এইসব স্থানীয় ভাষার সাপোর্ট পাবেন। এছাড়াও ফোনটিতে রয়েছে AI রাইটিং অ্যাসিসট্যান্ট, গুগলের সার্কেল টু সার্চ সহ আধুনিক এবং উন্নতমানের AI ফিচারের সাপোর্ট।

এছাড়াও ৫০ মেগাপিক্সেলের AI ফিচার যুক্ত প্রাইমারি রেয়ার ক্যামেরা সেন্সর, এলইডি ফ্ল্যাশ ইউনিট, স্ক্রিনের উপর ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর এবং ভিডিও কল করার সুবিধাও রয়েছে। ফোনটির রিয়ার ক্যামেরা ৩০ ফ্রেম প্রতি সেকেন্ডে 2K ভিডিও রেকর্ডিং সাপোর্ট রয়েছে।

এই ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ১৮ ওয়াটের একটি চার্জিং অ্যাডাপ্টার পাবেন ফোনের বক্সের সঙ্গেই। এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ, ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১০,০০০
১০,০০০ টাকারও কম দাম ফোনটির।
এই ৫জি ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের AI ফিচার যুক্ত মেন রেয়ার ক্যামেরা সেন্সর।
Read more Articles on
click me!

Recommended Stories

Google Gemini: কাজের চাপ কমাতে চান? গুগল ওয়ার্কস্পেসে জেমিনি ব্যবহার করুন এইভাবে
নেটফ্লিক্সে এবার বড় পরিবর্তন, মোবাইল অ্যাপে আর পাওয়া যাবে না এই ফিচার