৯০ দিনের ভ্যালিডিটি মিলবে মাত্র ১০০ টাকায়! গ্রাহকদের দুর্দান্ত সুখবর দিল Jio

Published : Apr 04, 2025, 06:05 PM IST

রিলায়েন্স জিও এমন একটি সস্তার প্ল্যান (Jio Recharge Plan) নিয়ে এসেছে, যেখানে ১০০ টাকা রিচার্জ করলেই পুরো ৯০ দিনের ভ্যালিডিটি মিলবে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। দুর্দান্ত এই খবরে দারুণ খুশি জিও-র গ্রাহকরা।

PREV
110

রিলায়েন্স জিও একটি সস্তার প্ল্যান (Jio Recharge Plan) নিয়ে এসেছে।

210

১০০ টাকা দিয়ে রিচার্জ করলেই পুরো ৯০ দিনের ভ্যালিডিটি মিলবে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন।

410

যারা ক্রিকেটপ্রেমী, তাঁরা আরও খুশি। কারণ বর্তমানে আইপিএলের ১৮ তম মেগা মরসুম চলছে। আর এই আইপিএল সিজনের মাঝেই সুখবর দিল জিও।

510

এই অফার লঞ্চ হওয়ার পর থেকেই জিও ব্যবহারকারীদের মধ্যে চরম উন্মাদনা দেখা গিয়েছে।

610

কী থাকছে জিওর এই বিশেষ রিচার্জ প্ল্যানে? জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

710

এই প্ল্যানটিতে কম খরচে আইপিএল সহ JioHotstar-এ ওয়েব সিরিজ, সিনেমা, শো, এমনকি ইন্টারনেট পরিষেবা উপভোগ করা যাবে।

810

জিওর নতুন বাজেট ফ্রেন্ডলি প্ল্যানটি মূলত আইপিএল এবং অনলাইন কনটেন্ট দেখার জন্যই আনা হয়েছে। যারা কম খরচে বেশি দিনের ভ্যালিডিটি চান এবং স্ট্রিমিং উপভোগ করতে চান, তাদের জন্য হতে পারে এটি সেরা বিকল্প।

910

এই প্ল্যানটির ভ্যালিডিটি ৯০ দিন। মিলবে 5GB হাইস্পিড ডেটা। তবে বলে রাখি, কল এবং এসএমএস এর কোন সুবিধা এই প্ল্যানটিতে নেই।

1010

সব থেকে বড় সুবিধা, এখানে ৩ মাস ফ্রিতে JioHotstar সাবস্ক্রিপশন দেওয়া হবে। তাই যারা আইপিএল প্রেমী, তাদের জন্য এই আইপিএলের মেগা মরসুমে এটি হতে চলেছে সেরা অফার।

click me!

Recommended Stories