এসি কেনার টিপস: গরমে কোন এসি কিনবেন বুঝতে পারছেন না? মনে রাখুন এই জিনিসগুলি

Published : Mar 02, 2025, 04:59 PM IST

গ্রীষ্মকাল শুরু হয়ে গেছে। তাপমাত্রা ক্রমশ বাড়ছে। অনেকে পুরনো কুলার পরিষ্কার করছেন। আর যাদের সামর্থ্য আছে তারা এসি কেনার কথা ভাবছেন। এসি কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা জরুরি।   

PREV
17
এসি কেনার কথা ভাবলেই অনেকে ইন্টারনেটে অনুসন্ধান শুরু করেন

ইউটিউব রিভিউ, ইন্সটা পেজ – সবখানেই খোঁজ করেন। অনেকটা ছোটখাটো বিজ্ঞানীর মতোই কাজ করেন। বাজারে নানা কোম্পানির এসি, কোনটা কিনবেন তা নিয়ে দ্বিধায় পড়েন। কোম্পানি যাই হোক, এসি কেনার আগে ৫টি বিষয় অবশ্যই মাথায় রাখবেন। 
 

27
ঘরের আকার:

আপনি কি বেডরুমে নাকি বসার ঘরে এসি লাগাবেন? ঘরের আকার অনুযায়ী এসি কিনতে হবে। ১০০ বর্গফুট ঘরের জন্য ০.৮ টন, ১৫০ বর্গফুটের জন্য ১ টন, ২৫০ বর্গফুটের জন্য ১.৫ টন এবং ৪০০ বর্গফুটের জন্য ২ টন এসি কিনতে পারেন।  

37
কুলিং ক্ষমতা:

এসি কেনার সময় কুলিং ক্ষমতা দেখে নেবেন। কুলিং ক্ষমতা যত বেশি, তত ভালো। ঘর কত দ্রুত ঠান্ডা হবে তা কুলিং ক্ষমতার উপর নির্ভর করে। 

47
ISEER মান:

ISEER মান যত বেশি হবে, তত কম বিদ্যুৎ খরচ হবে। 

57
বিদ্যুৎ খরচ:

এসি কত ইউনিট বিদ্যুৎ খরচ করে তা দেখে নেবেন। কম বিদ্যুৎ খরচ করলে বিল কম আসবে। 
 

67
স্টার রেটিং:

যারা বেশি এসি ব্যবহার করেন তারা ৫ স্টার, আর যারা কম ব্যবহার করেন তারা ৩ স্টার এসি কিনতে পারেন। 
 

77
সার্ভিস সেন্টার:

এসি কেনার আগে দেখে নেবেন কাছাকাছি কোম্পানির সার্ভিস সেন্টার আছে কিনা। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

click me!

Recommended Stories