AI sunglasses: ছবি তোলা থেকে ভয়েস কমান্ড! AI এর আধুনিক প্রযুক্তি এখন সানগ্লাসেও

Published : May 30, 2025, 04:10 PM IST
xiaomi smart sunglass

সংক্ষিপ্ত

AI sunglasses: আধুনিকতা ধরা পড়েছে চশমাতেও। বিশ্বের বাজারে তো দক্ষিল কোরেইছিলো, এবার দেশের বাজারেও আসতে চলেছে রে- ব্যান মেটার AI সাপোর্ট স্মার্টগ্লাস। চমক ছড়াবে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে।

AI sunglasses: গত ২৩ শে এপ্রিল মেটার পক্ষ থেকে বাজারে এক নতুন সানগ্লাস লঞ্চ করার কথা ঘোষণা করা হয়েছে (ray ban ai glasses india)৷ ইতালির নামকরা দামী চশমা ব্র্যান্ড রে-ব্যানের সঙ্গে সম্মিলিত উদ্যোগে AI সাপোর্ট ফিচার সহ একটি চশমা বাজারে আসতে চলেছে, যা এই বর্তমান যুগে আরও আধুনিক করে তুলবে। ২০২৩ সাল নাগাদ রে-ব্যান স্মার্ট চশমার এই ভার্সনটি আগেই বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছিল। এবার মিলবে দেশের বাজারেও (ai sunglasses generator)।

ভারতের বাজারে মেটার নতুন চশমাগুলির ৩টি ডিজাইন পাওয়া যাবে, যেগুলি হল ওয়েফেরার, স্কাইলার এবং হেডলাইনার৷ যেগুলোর মধ্যে ক্রেতাদের চাহিদা মতো ২০ টিরও বেশি স্টাইল এবং রংয়ের অপশন পাবেন ব্যবহারকারীরা (ai sunglasses finder)। হ্যান্ডস-ফ্রি, মেমরি সংগ্রহ, অবসরে গান শোনার মতো দারুন ফাচারস্ পাওয়া যাবে। বিশ্বের নানান জায়গায় এই চশমার মূল্য ২৯৯ ডলার যা প্রায় ২৬ হাজার টাকার সমান। তবে ভারতের বুকে এই চশমার দাম কোথায় গিয়ে পৌঁছবে তা লঞ্চের সময়ই জানা যাবে বলে খবর (ray ban ai glasses review)।

টেকনিক্যাল বৈশিষ্ট্য সমূহ

* এই চশমায় টুয়েলভ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা পাবেন। এমনকি ভয়েস কম্যান্ড ব্যবহার করে ছবি এবং ভিডিয়ো ক্লিক করার সুযোগও রয়েছে।

* এই সানগ্লাসটি Wi-Fi 6 কানেক্টটিভিটি এবং ব্লুটুথ 5.0 এর সুবিধা প্রদান করে।

* স্মার্টগ্লাসটি বান্ডেল কেসে রেখেই চার্জ করা যেতে পারে। একবার চার্জ দিলেই ৩৬ ঘণ্টা পর্যন্ত দিব্যি পরিষেবা দেবে।চশমা এবং কেসটির ওজন মোট ১৩৩ গ্রাম।

* এই চশমাটিতে ৩ gb স্টোরেজ বিকল্পে আসতে পারে।

আকর্ষণীয় সুবিধা কী কী থাকছে?

* এই স্মার্ট সানগ্লাসে ৫টি মাইক্রোফোন সেট করা রয়েছে। যা উন্নত অডিয়ো এবং ANC এর সঙ্গে যুক্ত রয়েছে। এই ফিচার্সটি ফোন করা, গান শোনা ও পডকাস্ট করার সুবিধা প্রদান করবে।

* চশমা ব্যবহারকারীরা ভয়েস অ্যাক্টিভেটেড অ্যাসিস্ট্যান্টের সুবিধা উপভোগ করতে পারবেন। ‘হে মেটা’ বলে অন করতে পারবেন৷ ব্যবহারকারীরা ফোন না ছুঁয়েই হ্যান্ডস-ফ্রি ভাবে এটিকে ব্যবহার করতে পারবেন৷

* এই চশমাটিতে রিয়েল-টাইম অনুবাদের সুবিধা পাওয়া যাবে। ব্যবহারকারীরা নিজের চাহিদা মতো কনটেন্টকে ইংরেজি, ফরাসি, ইতালীয় এবং স্প্যানিশ ভাষায় অনুবাদ করতে পারবেন।

* সব থেকে আকর্ষণীয় বিষয় হল এই সানগ্লাস ব্যবহার করে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে লেখা, ছবি, ভিডিয়ো পোস্ট করতে পারবেন।

* এই স্মার্টগ্লাস কোয়ালকম স্ন্যাপড্রাগন AR1 Gen1 প্রসেসর দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Google Gemini: কাজের চাপ কমাতে চান? গুগল ওয়ার্কস্পেসে জেমিনি ব্যবহার করুন এইভাবে
নেটফ্লিক্সে এবার বড় পরিবর্তন, মোবাইল অ্যাপে আর পাওয়া যাবে না এই ফিচার