Digital scams in India: Whatstapp-এ এল একটা ছবি! ক্লিক করতেই সর্বনাশ, মুহূর্তে খালি অ্যাকাউন্ট? সতর্কবার্তা SBI-এর

Published : May 28, 2025, 03:05 PM IST
SBI Bank Exam

সংক্ষিপ্ত

Digital scams in India: প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গেই প্রতারণার দাপট হু হ করে যেন বেড়েই চলেছে। 

Digital scams in India: দিনের পর দিন সাইবার অপরাধ বৃদ্ধি পাচ্ছে। আর এবার তাদের নতুন টার্গেট হল, WhatsApp ব্যবহারকারীরা। মোবাইলে আসা সামান্য একটি ছবির ভিতরেই লুকিয়ে আছে একটা ম্যালওয়্যার। অর্থাৎ, গোপন ফাঁদ যাকে বলে (digital scams in India)।

আর সেই ফাঁদে পা দিলেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যাচ্ছে

সম্প্রতি একটি সতর্কবার্তা জারি করেছে দেশের অন্যতম বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই। তারা জানিয়ে দিয়েছে যে, হোয়াটসঅ্যাপে অপরিচিত নম্বর থেকে আসা কোনও ছবি বা লিঙ্কে ক্লিক করলেই মোবাইলে অজানা ভাইরাস ঢুকে যেতে পারে। আর তারপর হ্যাকার সেই গ্রাহকের ফোনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেয়ে যেতে পারে এবং ব্যাঙ্ক অ্যাকউন্ট থেকে টাকা তোলা ছাড়াও ওটিপি তথা সবকিছুই নিমেষের মধ্যে হাতিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে (digital scams sbi bank)।

কেমন করে ঘটছে এই প্রতারণা?

প্রথমে ভুয়ো নম্বর থেকে WhatsApp-এ একটি মেসেজ আসছে এবং সঙ্গে একটি ছবি।

এবার আপনি যদি সেই ছবিটিকে ডাউনলোড করেন বা অজান্তে কোনও লিংকে ক্লিক করে বসেন, তাহলেই আপনার ফোনে একটি ম্যালিশাস অ্যাপ ইন্সটল হয়ে যাচ্ছে।

এরপর সেই অ্যাপ হ্যাকারকে আপনার ফোনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ দিয়ে অটোমেটিক দিয়ে দিচ্ছে।

ফলেম আপনার ফোনে থাকা সমস্ত ব্যাঙ্কিং অ্যাপস, এসএমএস এবং ওটিপি, সবকিছুই চলে যাচ্ছে হ্যাকারের কব্জায়। 

তারা এত নিখুঁতভাবে এই পরিকল্পনাটি সাজাচ্ছে যে, সাধারণ মানুষ কিছু বুঝে ওঠার আগেই প্রতারণার শিকার হয়ে যাচ্ছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Google Gemini: কাজের চাপ কমাতে চান? গুগল ওয়ার্কস্পেসে জেমিনি ব্যবহার করুন এইভাবে
নেটফ্লিক্সে এবার বড় পরিবর্তন, মোবাইল অ্যাপে আর পাওয়া যাবে না এই ফিচার