হাতে আর কদিন বাকি। তারপরই শোনা যাবে ঢাকের বাদ্যি। দীর্ঘ এক বছর অপেক্ষার পর আসছেন মা দুর্গা। এই কদিন ঘিরে সকলের থাকে নানান পরিকল্পনা।
পুজোর দিন কী করবেন, কী নয়- তা নিয়ে চলে প্রস্তুতি। চলে শপিং। ফ্যাশনেবল পোশাক তো বটেই ইলেকট্রনিক্স জিনিস এই সময় কিনে থাকেন অনেকে।
সে কারণে এমন জিনিসে অফারও থাকে। এবার পুজোয় আপনি যদি মোবাইল কেনার কথা ভেবে থাকেন তবে আপনার জন্য রয়েছে সুখবর। এবার অ্যানরয়েডের দামে পেয়ে যাবেন আইফোন।
পুজোর আগেই সস্তা হবে আইফোন, ১০ হাজার টাকা দাম কমাচ্ছে অ্যাপেল, জেনে নিন কত ব্যয় করলে মিলবে এই ফোন।
বাজারে আসছে আইফোন ১৬। নতুন মডেল আনার কথা ঘোষণা করতে না করতেই গত বছর লঞ্চ হওয়া আইফোন ১৫ এবং আইফোন
১৫ প্লাসের দর কমিয়ে অ্যাপেল। ১-২ নয় বরং এক ধাক্কায় ১০ হাজার টাকা সস্তা হল আইফোন। তবে, আইফোন ১৫-র ১২৮ জিবির দাম থাকছে ৬৯,৯০০ টাকা। তবে, ২৫৬ জিবির দাম হবে ৭৯,৯০০ টাকা। যা ছিল ৮৯,৯০০। ৫১২ জিবির দাম হবে ৯৯,৯০০ টাকা। যা ছিল ১,০৯,৯০০ টাকা।
আইফোন ১৫ প্লাসের ১২৮ জিবির দাম হবে ৭৯,৯০০ টাকা। যা ছিল ৮৯,৯০০। ২৫৬ জিবির দাম হবে ৮৯,৯০০ টাকা। যা ছিল ৯৯,৯০০ টাকা। তেমনই ৫১২ জিবির দাম হবে ১,০৯,৯০০ টাকা। যা ছিল ১,১৯,৯০০ টাকা।
আইফোন ১৫ এবং আইফোন ১৫ প্লাসে আছে ৬.১ এবং ৬.৭ ইঞ্চি ডিসপ্লে। দুটি স্মার্টফোনেরই ব্যবহারকারীরা পাবেন অ্যাপলের এ১৬ চিপসেট এবং ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট।
এই কোম্পানি নতুন চারটি মডেল লঞ্চ করতে চলেছে। ভারতে লঞ্চ হবে আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স। এগুলোর দাম শুরু ৬৭ হাজার টাকা থেক।
আইফোন ১৬ লঞ্চের আগে দাম কমল আইফোন ১৫ এবং আইফোন ১৫ প্লাসের। তবে, ভারতে আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স নিষিদ্ধ। সে যাই হোক, প্রায় ১০ হাজার টাকার দাম কমল এই দুই ফোনের।