অ্য়াপেলের নয়া মডেল লঞ্চ, আগের থেকে কি হল সস্তা, রইল সাতকাহন

Published : Mar 09, 2022, 04:48 AM ISTUpdated : Mar 09, 2022, 07:38 AM IST
অ্য়াপেলের নয়া মডেল লঞ্চ, আগের থেকে কি হল সস্তা, রইল সাতকাহন

সংক্ষিপ্ত

অ্য়াপেলের নয়া ধামাকা। আই ফোন এসই, আইপ্যাড এয়ার ছাড়াও আইফোন ১৩ গ্রীণও লঞ্চ করছে অ্যাপেল।  

অ্য়াপেলের (Apple) নয়া ধামাকা। আই ফোন এসই (iPhone SE), আইপ্যাড এয়ার ছাড়াও আইফোন ১৩ গ্রীণও লঞ্চ করছে অ্যাপেল। টেক সাইট সূত্রে খবর, আইফোন ১৩ গ্রীণ নিয়ে আসছে অ্যাপল। সঙ্গে থাকছে কোম্পানির বাজেট আইফোন এসই ৩ এবং নতুন ম্যাকবুক।  তবে হালকা নয়, গাঢ় সবুজ রঙে দেখা যাচ্ছে  আই ফোন ১৩  গ্রীণ(iPhone 13 Green)। এবার অ্যাপের বাজেট স্পার্ট ফোন এসই -তে থাকবে ৫ জি অপশন।এই ইভেন্টই নতুন ম্যাকমিনিও লঞ্চ করছে অ্যাপল। যেখানে চিফ সেটের পরিবর্তে ম্যাক মিনিতে ব্যবহার করা হবে এম ওয়ান প্রো বা এম ওয়ান ম্যাক্স।

মঙ্গলবারই একের পর এক লঞ্চ করছে অ্যাপেল।টেক সাইট সূত্রে খবর, আইফোন ১৩ গ্রীণ নিয়ে আসছে অ্যাপল। সঙ্গে থাকছে কোম্পানির বাজেট আইফোন এসই ৩ এবং নতুন ম্যাকবুক।  এর আগে আইফোন ১৩-র মিডনাইট, ব্লু, স্টার লাইট, পিঙ্ক প্রোডাক্ট রেড রং নিয়ে এসেছিল কুপারচিনো টেক জায়ন্ট। এবার সেই তালিকায় নাম লেখাচ্ছে আই ফোন ১৩  গ্রীণ। তবে হালকা নয়, গাঢ় সবুজ রঙে দেখা যাচ্ছে  আই ফোন ১৩  গ্রীণ। এবার অ্যাপের বাজেট স্পার্ট ফোন এসই -তে থাকবে ৫ জি অপশন।এই ইভেন্টই নতুন ম্যাকমিনিও লঞ্চ করছে অ্যাপল। যেখানে চিফ সেটের পরিবর্তে ম্যাক মিনিতে ব্যবহার করা হবে এম ওয়ান প্রো বা এম ওয়ান ম্যাক্স।

গত সপ্তাহেই এই অুষ্ঠানের বিষয়ে টুইট করেছিলেন অ্যাপেলের এসভিপি মার্কেটিং গ্রেগ জোশওয়াক। সেই সময় টিজারে তিনি লিখেছিলেন, পিক পারফরমেন্স। ৮ মার্চ দেখা হবে অ্যাপেল ইভেন্টে।ক্রিপটিক ট্রিজারে অ্যাপেল লোগোকে বিভিন্ন রঙয়ে দেখিয়েছে কোম্পানি।যা ইঙ্গিত দিয়েছিল অ্যাপেল বিভিন্ন রঙেই লঞ্চ করতে পারে। সেটাই সত্যিই হল।আইপ্য়াড -র প্রতিটার রক্ত উঠেতে পারেন কোম্পানি। গত সপ্তাহে একট তথ্য ফাঁস হয়। যেখানে বলা হয়েছে, আরও সাশ্রয়ী মূল্যে এপেল আইফোন এসিই দিচ্ছে কোম্পানি।  যার দাম শুরু হতে পারে ৩০০ ডলার বা প্রায় ২২ হাজার ৫০০ থেকে,। প্রযুক্তি বিশ্লেষক ডন ডোনেভান বলেছেন, অ্য়াপেল আইফোন নেসমেন্ট ভ্যারিয়েন্টের অনের সস্তা থাকবে অ্যাপেল আইফোন এসই থ্রি। স্বাভাবিকভাবেই খুশি ধরে রাখতে পারছেন না ক্রেতারা। তবে প্রতিবার নতুন মডেল লঞ্চে লম্বা লাইন লেগে যায় সবার। আশা করা হচ্ছে এবারেও একই ঘটনা হবে।

PREV
click me!

Recommended Stories

OnePlus 15R: দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ, নতুন চিপ! লঞ্চের আগেই শোরগোল ফেলে দিল ওয়ানপ্লাস ১৫আর
গুগলে এই ৫টি জিনিসের ব্যাপারে সার্চ করলেই হতে পারে জেল! এগুলি খোঁজেননি তো?