প্রত্যাশা পূরণ করতে পারেনি আইফোন ১৬, অ্যাপলের উন্নত সংস্করণ নিয়ে জল্পনা শুরু

সারা বিশ্বে অন্যতম জনপ্রিয় সংস্থা অ্যাপল। এই সংস্থার সব ডিভাইসই জনপ্রিয়। তবে অ্যাপলের সবচেয়ে জনপ্রিয় ডিভাইস হল আইফোন।

প্রতি বছরের সেপ্টেম্বরে হয় অ্যাপল ইভেন্ট। এই অনুষ্ঠানের মাধ্যমে অ্যাপলের নানা ডিভাইস লঞ্চ করা হয়। এ বছরের সেপ্টেম্বরে আইফোন ১৬-সহ অ্যাপলের নানা ডিভাইল লঞ্চ করা হয়েছে। তবে আইফোন ১৬ নিয়ে বিশ্বজুড়ে যে আগ্রহ তৈরি হয়েছিল, এই ডিভাইস সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। এরপর ২০২৫ সালের সেপ্টেম্বরে আইফোন ১৭ লঞ্চ হতে চলেছে বলে জল্পনা শুরু হয়েছে। এবারই প্রথম আইফোনের প্লাস মডেলের বদলে এয়ার বা স্লিম মডেল বাজারে আসতে চলেছে বলে জল্পনা শুরু হয়েছে। আইফোন ১৭ এয়ার নিয়ে এখন থেকেই আগ্রহ দেখা যাচ্ছে। এই নতুন মডেলই ২০২৫ সালে অ্যাপলের সবচেয়ে আকর্ষণীয় ডিভাইস হতে চলেছে।

আইফোনের নতুন মডেলের বিশেষত্ব কী হতে চলেছে?

Latest Videos

আইফোন ১৭ এয়ারের পাশাপাশি আইফোন ১৭ প্রো মডেলও অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে। এতদিন বাজারে আইফোনের যত মডেল এসেছে, তার চেয়ে অনেক বেশি উন্নত হতে চলেছে আইফোন ১৭ প্রো। নতুন মডেলে অ্যালুমিনিয়াম ফ্রেম ফিরছে বলেও শোনা যাচ্ছে। আইফোন ১৭ এয়ার মডেলে উন্নত মানের সফটঅ্যয়ার থাকছে। ১২০ এইচ জেড রিফ্রেশ রেট, এ ১৯ চিপসেট, উন্নত মানের ক্যামেরা থাকছে। আইফোন ১৭ এয়ার অ্যাপলের তৈরি সবচেয়ে স্লিম ফোন হতে চলেছে। এই ফোন ৬ মিলিমিটার পুরু হতে চলেছে। আইফোন ৬ ছিল ৬.৯ মিলিমিটারের। তার চেয়েও কম পুরু হতে চলেছে আইফোন ১৭ এয়ার। আরও শোনা যাচ্ছে, আইফোনের সব মডেলই একেবারে নতুন চেহারায় আসতে চলেছে।

আইফোনের ক্যামেরা অ্যালুমিনিয়ামের হবে?

এতদিন আইফোনের ক্যামেরা কাচ দিয়ে তৈরি হয়েছে। নতুন মডেলে ক্যামেরা অ্যালুমিনিয়ামের হবে বলে শোনা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এখন থেকেই এই ক্যামেরা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Apple: অ্যাপল 'লেট লুজ' ইভেন্টে নতুন আইপ্যাড, ম্যাজিক কিবোর্ড, পেনসিল প্রো লঞ্চ

CERT-In: অ্যাপল, আইফোন বা আইপ্যাড ব্যবহারকারীরা সাবধান! বিশেষ সতর্কতা জারি করল কেন্দ্র সরকারি সংস্থা

Apple iphone 13: অত্যন্ত সস্তায় পাওয়া যাচ্ছে অ্যাপল-এর আইফোন, কীভাবে অর্ডার করলে পাবেন প্রায় ২০ হাজার টাকা ছাড়?

Share this article
click me!

Latest Videos

নতুন বর্ষ এইভাবে শুরু করলেন Sumona Chakravarti! দেখুন #shorts #shortsvideo #shortsviral #shortsfeed
বাচ্চাদের মিড ডে মিলে থিকথিক করছে পোকা! স্কুলে অশান্তি চরমে | Malda News Today | Mid Day Meal
Rashifal Bangla : ৩ রাশিতে উপচে পড়বে ধনসম্পদ! দেখুন বৃহস্পতিবারের রাশিফল | Asianet News Bangla
LIVE : ISRO-র নয়া মহাকাশ অভিযান 'SPADEX', একসঙ্গে জোড়া মহাকাশযান উৎক্ষেপণ | Asianet News Bangla
PM Modi Roadshow Live : বিশাখাপত্তনমে মোদীজির রোড শো, সরাসরি | Asianet News Bangla