সংক্ষিপ্ত

সারা বিশ্বের গ্যাজেটপ্রেমীরা অ্যাপল ইভেন্টের দিকে তাকিয়ে থাকেন। মঙ্গলবার সেরকমই একটি ইভেন্ট ছিল। অ্যাপলের বেশ কয়েকটি নতুন প্রোডাক্ট লঞ্চ হল।

মঙ্গলবার অ্যাপল 'লেট লুজ' ইভেন্টে একাধিক নতুন প্রোডাক্ট লঞ্চ করা হল। এর মধ্যে আছে আইপ্যাড প্রো, আইপ্যাড এয়ার, ম্যাজিক কিবোর্ড, পেনসিল প্রো। এবার থেকে ১১ ইঞ্চি ও ১৩ ইঞ্চি মডেলের আইপ্যাড এয়ার পাওয়া যাবে। বাজারে আসছে নীল, বেগুনি, স্টারলাইট ও স্পেস গ্রে রঙের আইপ্যাড এয়ার। মডেলগুলি পাওয়া যাবে ১২৮ জিবি, ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টিবি-র। ১১ ইঞ্চি মডেলের দাম শুরু হচ্ছে ৫৯,৯০০ টাকা থেকে। এই ভার্সন হল ওয়াইফাই। এরপর থাকছে ওয়াইফাই সেলুলার ভার্সন, যার দাম শুরু ৭৪,৯০০ টাকা থেকে। ১৩ ইঞ্চি ওয়াইফাই মডেলের দাম শুরু হচ্ছে ৭৯,৯০০ টাকা থেকে। ওয়াইফাই সেলুলার মডেলের দাম শুরু হচ্ছে ৯৪,৯০০ টাকা থেকে।

ভারতীয়দের সাধ্যের মধ্যেই দাম

গত এক দশকে ভারতে অ্যাপল প্রোডাক্ট ব্যবহার অনেক বেড়ে গিয়েছে। ফলে অ্যাপল ইভেন্টের দিকে ভারতীয়রাও তাকিয়ে থাকেন। অ্যাপলের কাছেও ভারতের বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে ভারতীয়দের সাধ্যের মধ্যেই দাম রাখা হয়। অ্যাপল পেনসিল প্রো-র নতুন মডেলের দাম রাখা হয়েছে ১১,৯০০ টাকা। আইপ্যাড প্রো ১১ ইঞ্চি মডেলের ওয়াইফাই মডেলের দাম রাখা হয়েছে ৯৯,৯০০ টাকা। ওয়াইফাই সেলুলার মডেলের দাম ১,১৯,৯০০ টাকা। আইপ্যাড প্রো ১৩ ইঞ্চি ওয়াইফাই মডেলের দাম শুরু হচ্ছে ১,২৯,৯০০ টাকা থেকে। ওয়াইফাই সেলুলার মডেলের দাম শুরু হচ্ছে ১,৪৯,৯০০ টাকা থেকে।

অ্যাপলের নতুন আকর্ষণ ম্যাজিক কিবোর্ড

অ্যাপলের নতুন ম্যাজিক কিবোর্ডের সাদা ও কালো রঙের মডেল পাওয়া যাচ্ছে। ১১ ইঞ্চি ও ১৩ ইঞ্চি আইপ্যাড এয়ারে কাজ করবে ম্যাজিক কিবোর্ড। ১১ ইঞ্চি ভার্সনের দাম শুরু হচ্ছে ২৯,৯০০ টাকা থেকে। ১৩ ইঞ্চি ভার্সনের দাম শুরু হচ্ছে ৩৩,৯০০ টাকা থেকে। ম্যাজিক কি বোর্ডে ৩০টিরও বেশি ভাষা পাওয়া যাবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

CERT-In: অ্যাপল, আইফোন বা আইপ্যাড ব্যবহারকারীরা সাবধান! বিশেষ সতর্কতা জারি করল কেন্দ্র সরকারি সংস্থা

Apple iphone 13: অত্যন্ত সস্তায় পাওয়া যাচ্ছে অ্যাপল-এর আইফোন, কীভাবে অর্ডার করলে পাবেন প্রায় ২০ হাজার টাকা ছাড়?

Lionel Messi: মেসিকে নিয়ে তথ্যচিত্র সিরিজ, টিজার প্রকাশ অ্যাপল টিভির