ভারতে এয়ারপডস তৈরি করবে অ্যাপল? দাম কমবে বলে জানা যাচ্ছে, আর রইল বাকি আপডেট

চীনকে পেছনে ফেলে ভারতে গ্যাজেট তৈরির কার্যক্রম সম্প্রসারণ করছে অ্যাপল, এবার আসছে ভারতীয় তৈরি এয়ারপডস।

আমেরিকান টেকনোলজি কোম্পানি অ্যাপল এয়ারপডসের উৎপাদন ভারতে শুরু করছে। ভারতে অ্যাপলের উপস্থিতি বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবেই এটি। ভারতে তৈরি এয়ারপডসের দাম কমবে কিনা তা নিয়েও কৌতূহল রয়েছে।

অ্যাপল পণ্যের উৎপাদন চীনের বাইরে সম্প্রসারিত করছে কোম্পানি। অ্যাপলের প্রধান সরবরাহকারীদের মধ্যে একটি, ফক্সকন, হায়দ্রাবাদের নতুন কারখানায় এয়ারপডস তৈরি করবে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে। ভারতীয় তৈরি এয়ারপডসের পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে বলে সংবাদে বলা হয়েছে। ২০২৫ সালের প্রথম প্রান্তিকে হায়দ্রাবাদের কারখানায় এয়ারপডসের উৎপাদন পুরোদমে শুরু করবে অ্যাপল এবং ফক্সকন। 

Latest Videos

ভারতে তৈরি হলে এয়ারপডসের দাম কমবে? যেকোনো পণ্যের দাম নির্ধারণে অনেকগুলি বিষয় জড়িত। স্থানীয় কর, উৎপাদন খরচ এবং অ্যাপলের মূল্য নির্ধারণ কৌশল সবই এয়ারপডের দামকে প্রভাবিত করবে। স্থানীয় উৎপাদন আমদানি শুল্ক এবং পরিবহন খরচ কমাবে এটা সত্য। তবে এটি বিবেচনা করে ভারতীয় তৈরি এয়ারপডসের দাম ভারতে কমবে বলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি না। অ্যাপল সবসময়ই প্রিমিয়াম দামে পণ্য বিক্রি করে এটাও মনে রাখতে হবে। তাই ভারতীয় তৈরি এয়ারপডের দামে শীঘ্রই উল্লেখযোগ্য হ্রাসের সম্ভাবনা কম। 

এদিকে, এয়ারপডের স্থানীয় উৎপাদন ভারতে খুব দ্রুত পণ্য সরবরাহ করতে সাহায্য করবে। ভারতে অ্যাপল পণ্যের উৎপাদন ভবিষ্যতে অনেক বেশি বাড়ালে ভারতে কোম্পানির গ্যাজেটের দাম কমতে পারে এমন সম্ভাবনাও রয়েছে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

Abhishek Banerjee: 'এক দেশ এক নির্বাচন কথাটাই হাস্যকর' লোকসভায় এ কী বললেন অভিষেক?
বেআইনি ভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে ধৃত ৪ Bangladeshi, তোলা হল রানাঘাট মহকুমা আদালতে
অশান্ত Bangladesh! মহাসমারোহে ৭১-এর বিজয় দিবস পালন কলকাতার ফোর্ট উইলিয়ামে | Vijay Diwas 2024
বাংলাদেশকে একহাত নিলেন শমীক #shorts #shamikbhattacharya #bangladesh
বাংলাদেশের অবস্থা পাকিস্তানের মতই হবে : সুকান্ত | Sukanta Majumdar #shorts #shortsvideo #bangladesh