ফোনপ্রেমীদের জন্য সুখবর! গুগল পিক্সেল ৯-এর ফিচার এবং দাম জানেন? দেখে নিন একনজরে

গুগল পিক্সেল ৯এ-র তথ্য ফাঁস, নতুন লিক অনুযায়ী দাম এবং ফিচার জানুন

গুগলের পরবর্তী মিড-রেঞ্জ স্মার্টফোন পিক্সেল ৯এ-র তথ্য ফাঁস হয়েছে। ফোনের দাম, ক্যামেরা এবং ব্যাটারি সহ সমস্ত তথ্য ফাঁস হয়েছে বলে জানা গেছে। যদিও পিক্সেল ৯এ সম্পর্কে প্রকাশিত তথ্য গুগল নিশ্চিত করেনি। 

গুগল পিক্সেল ৯এ ২০২৫ সালের মার্চে প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে। পিক্সেল ৯এ সিরিজের অন্যান্য ফোনের মতোই টেনসর জি৪ চিপসেট পিক্সেল ৯এ-তে ব্যবহার করা হবে বলে একটি লিকে জানা গেছে। গেমিং সহ সব ধরণের কাজ করার জন্য এই চিপ পিক্সেল ৯এ-কে শক্তি দেবে বলে অনুমান করা হচ্ছে। ৮ জিবি র‍্যাম, ১২৮ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট ফোনে থাকবে বলেও প্রকাশিত তথ্যে বলা হয়েছে। ৬.২৮৫ ইঞ্চি ১০৮০ x ২৪২৪ রেজোলিউশনের ডিসপ্লে পিক্সেল ৯এ-তে থাকবে বলেও ইঙ্গিত পাওয়া গেছে। 

Latest Videos

দ্বৈত ক্যামেরা সেটআপ পিক্সেল ৯এ-তে থাকবে। ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা, ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা থাকবে। সেলফি ক্যামেরাতেও একই ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর ব্যবহার করা হবে বলে লিক হওয়া তথ্যে বলা হয়েছে। 

পিক্সেল ৯এ-তে ৫,১০০ এমএএইচ ব্যাটারি থাকবে। এই তথ্য সত্য হলে পিক্সেল এ সিরিজের ৫,০০০ এমএএইচ এর বেশি ক্ষমতার ব্যাটারি সম্বলিত প্রথম ফোন হবে এটি। ২৩ ওয়াট ওয়্যার্ড, ৭.৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং, আইপি৬৮ রেটিং, চারটি রঙ ইত্যাদি অন্যান্য ফিচারও প্রকাশিত অসমর্থিত তথ্যে বলা হয়েছে। ১২৮ জিবি বেস ভেরিয়েন্টের দাম প্রায় ৪২,৩০০ টাকা হবে বলে লিক থেকে ইঙ্গিত পাওয়া গেছে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

Firhad Hakim ও Siddiqullah Chowdhury-র আসল মতলব ফাঁস করলেন Suvendu Adhikari! দেখুন
বাংলাদেশ বানাবে? ফিরহাদের পর সিদ্দিকুল্লা! বিরাট বড় পদক্ষেপ নিতে চলেছেন শুভেন্দু | Suvendu Adhikari
'মাননীয়া আপনি তো পশ্চিমবঙ্গকে ভাগার বানিয়ে ফেলেছেন' Mamata-র বিরুদ্ধে ক্ষোভ উগড়ে যা বললেন Sukanta
'AAP গত ১০ বছরে দিল্লির বড় ক্ষতি করে দিয়েছে', নির্বাচনী প্রচারে গিয়ে বিস্ফোরক Narendra Modi
বন্ধ ঘর থেকে এ কী বের করলো পুলিশ! লোমহর্ষক ঘটনা Barasat-এ | North 24 Parganas News Today