ফাইভ জির যুগে পনেরো হাজারে কোন কোন ফাইভ জি ফোন পাবেন জানুন এই প্রতিবেদনে

বর্তমানে উন্নত পরিষেবা পেতে ৫ জির দিকে ঝুঁকছে মানুষ।জানুন বেশ কিছু ১৫,০০০ টাকার মধ্যে ৫জি কিছু ফোনের নাম।

বর্তমানে উন্নত পরিষেবা পেতে ৫ জির দিকে ঝুঁকছে মানুষ। বেশি সুযোগ সুবিধা সমন্ন এই ডিভাইসগুলোর দাম যদিও ১০,০০০ এর মধ্যে রাখা সম্ভবপর হচ্ছে না কোম্পানিগুলোর দ্বারা। কিন্তু একটু বেশি খরচ করেই দ্রুত গতির ডেটা উপভোগ করতে পারবে এখন জনসাধারণ। জানুন বেশ কিছু ১৫,০০০ টাকার নিচে ৫জি কিছু ফোনের নাম।

আইকিউওও জেড৬ লাইট ৫জি

Latest Videos

এটি এখন বাজারে পাওয়া অন্যতম সেরা ৫জি ফোন। এটিতে উন্নত মানের 'কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ১' প্রসেসর ব্যবহার করা হয়েছে। যেটি আপনার ফোনকে কখনোই হ্যাং হতে দেবে না। এই ফোনে ১২০ হার্জ ডিসপ্লে আছে যা ১৫০০০ রেঞ্জের কোনো ফোন পাওয়া যায় না। এটির ডিসপ্লে ৬.৬৮ ইঞ্চি বড়ো। এটিতে ১৮ওয়াট এর ফাস্ট চার্জার আছে। এর ব্যাটারি ৫০০০ এমএএইচ কমতাসম্পন্ন। ফ্লিপকার্টে বর্তমানে এটি ১৩,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে।

স্যামসাঙ গ্যালাক্সি এম ১৩ ৫জি

এটিও যথেষ্ট ভালো ৫ জি ফোন। যারা বড়ো ব্যাটারি ও বড়ো ডিসপ্লে চান তাদের জন্য এটি আদর্শ। এটির ব্যাটারি ৫০০০ এমএএইচ কমতাসম্পন্ন।এবং এতে ৬.৫ ইঞ্চি এলইডি স্ক্রিন আছে তা এইচ ডি রিসোলিউশনযুক্ত। এই ফোনটিতে 'মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০' নাম একটি চিপ ভরা থাকে। যা ডিভাইসটির কার্যক্ষমতাকে আরও মসৃন করে। এটির চার্জার ১৫ ওয়াট সম্পন্ন। এর ক্যামেরাটিও বেশ ভালো। যা দিয়ে অনেক প্রাণবন্ত ছবি তোলা যায়। ফ্লিপকার্ট থেকে এই মোবাইলটি পাওয়া যাবে মাত্র ১৪,২৯৯ টাকা দামে।

পোকো এম ৪ ৫জি

এটি সবচেয়ে সস্তা ৫ জি ফোন। এটি ফোনের প্রাথমিক কাজগুলো খুব ভালো করে পালন করে। 'মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ ' নাম একটি চিপ ব্যবহার করা হয় এই যন্ত্রে যা এর কার্যক্ষমতাকে আরও বেশ কয়েকগুন বাড়িয়ে দেয়। এটির ব্যাটারি ৫০০০ এমএএইচ কমতাসম্পন্ন। এবং এটিতে ১৮ ওয়াট এর ফাস্ট চার্জার বিদ্যমান। টেক বিশেষজ্ঞদের দাবি এটি স্যামসাঙ ফোনের চেয়ে ভালো। এটিতে ৬.৫৮ ইঞ্চি ফুল এইচ ডি স্ক্রীন বর্তমান।

আরও পড়ুন

খুনের প্রমান ছাড়া শাস্তি দিতে পারবে না কোর্ট,শ্রদ্ধা -হত্যাকাণ্ডে উপযুক্ত প্রমানের অভাবে কি এবার ছাড়া পাবে আফতাব ? উঠছে প্রশ্ন

দিল্লিতে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে চায় বিজেপি এমসিডির নির্বাচনী প্রচারে আশঙ্কা প্রকাশ কেজরিওয়া্লের

যমজ সন্তানের মা হলেন ইশা আম্বানি, ছেলে ও মেয়ের নাম রাখলেন কৃষ্ণ এবং আদিয়া

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia