Best smartphone: ফোন কিনতে চাইছেন? অ্যামাজনের ফ্রিডম ফেস্টিভ্যালে স্মার্টফোনে বিপুল ছাড়

Published : Aug 06, 2025, 01:58 AM IST
Smartphones

সংক্ষিপ্ত

Best smartphone: পুজোর আগেই স্মার্টফোন কেনার কথা ভাবছেন? তাহলে এখনই সেরা সুযোগ, ৩১ জুলাই থেকে শুরু হয়েছে Amazon Great Freedom Festival 2025, যা চলবে ৬ আগস্ট পর্যন্ত। যেখানে বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের স্মার্টফোনে মিলছে বিশাল ছাড়।

Best smartphone: পুজোর আগেই স্মার্টফোন কেনার কথা ভাবছেন? তাহলে এখনই সুযোগ, ৩১ জুলাই থেকে শুরু হয়েছে Amazon Great Freedom Festival 2025, যা চলবে ৬ আগস্ট পর্যন্ত। এই উৎসব উপলক্ষ্যে বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের স্মার্টফোনে মিলছে বিশাল ছাড়। স্যামসাং, ওয়ানপ্লাস, আইকিউওও-এর মতো বিখ্যাত কোম্পানির ফ্ল্যাগশিপ থেকে মিড-রেঞ্জ ফোনে নজরকাড়া অফার থাকছে।

নিচে দেখে নিন কোন কোন মডেল পেতে পারেন সবচেয়ে কম দামে এবং কোন ফিচারগুলি মিলবে সেই সঙ্গে।

১। Samsung Galaxy S24 Ultra

ফেস্টিভ্যালে আপনার জন্য এই মডেলটি মিলবে দারুণ কম দামে। লঞ্চ করার সময় যে মূল্য রাখা হয়েছিল, তার চেয়ে ঢের কমেই পাওয়া যাবে। স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট, ৬.৮ ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন এবং ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ কোয়াড ক্যামেরার এই ফোনে ৭ বছর পর্যন্ত মিলবে ওএস আপডেট।

আসল মূল্য : ১২৯৯৯৯ টাকা

অফার মূল্য : ৭৯,৯৯৯ টাকা

২। OnePlus 13

স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট, ৬.৮২ ইঞ্চি ১২০ হার্টজ এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে এবং ৬০০০ এমএএইচ ব্যাটারির এই ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা পাবেন। এছাড়াও রয়েছে ৫০ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর যেটি ৩এক্স অপটিক্যাল জুমকে সাপোর্ট করে। অফারে প্রায় ৭০০০ টাকা কমে পাবেন এই ফোনটি।

আসল মূল্য: ৬৯৯৯৯ টাকা

অফার মূল্য: ৬২৯৯৯ টাকা

৩। iQOO Neo 10R

যদি আপনি ৩০ হাজার টাকার কমে ফোন কিনতে চান তাহলে এই ফোনটি আপনার সেরা নির্বাচন হতে পারে। ডিসকাউন্টে পাবেন ২ হাজার টাকা কমে পাবেন ফোনটি। অৎ্থাৎ ২৪ হাজার ৯৯৮ টাকায়। এতে আছে স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেট, ৬৪০০এমএএইচ ব্যাটারি। মিলবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স। সামনের ক্যামেরা ৩২ মেগাপিক্সেল।

আসল মূল্য : ২৬৯৯৮ টাকা

অফার মূল্য : ২৪৯৯৮ টাকা

৪। Samsung Galaxy Z Flip 6

গত বছরের জুলাইয়ে লঞ্চ হওয়া ফোনটি বর্তমানে কিনতে গেলে গুনতে হবে ৭৫ হাজার টাকা। এবার প্রায় ৩০ হাহার টাকা কমে পেয়ে যাবেন এই ফেস্টিভ্যালে। এতে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ গ্যালাক্সি চিপসেট, ৬.৭ ইঞ্চি এফএইচডি+ ডায়নামিক অ্যামোল্ড ২ এক্স মেইন ডিসপ্লে। ব্যাটারি ৪০০০ এমএএইচ। রিয়ার ক্যামেরা ৫০ মেগাপিক্সেল, সঙ্গে ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স। সেলফি ক্যামের ১০ মেগাপিক্সেল।

আসল মূল্য : ৭৫০০০ টাকা

অফার মূল্য : ৪৬৯৯৯ টাকা

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Google Gemini: কাজের চাপ কমাতে চান? গুগল ওয়ার্কস্পেসে জেমিনি ব্যবহার করুন এইভাবে
নেটফ্লিক্সে এবার বড় পরিবর্তন, মোবাইল অ্যাপে আর পাওয়া যাবে না এই ফিচার