বিএসএনএলের এই অফারটি গ্রাহকরা কেবলমাত্র নির্দিষ্ট পদ্ধতিতে রিচার্জ করলেই পাবেন।
আকর্ষণীয় রিচার্জ প্ল্যান নিয়ে বাজারে সরব পাবলিক সেক্টর টেলিকম কোম্পানি বিএসএনএল থেকে এলো আরও একটি চমক। বিএসএনএলের নিজস্ব সেলফ-কেয়ার অ্যাপের মাধ্যমে রিচার্জ করলেই পাওয়া যাবে ৩ জিবি অতিরিক্ত ডেটার এই অফার।
বিএসএনএল ৫৯৯ টাকার রিচার্জ প্ল্যানে এই অফার ঘোষণা করা হয়েছে। ৮৪ দিন এর মেয়াদ। লোকাল, এসটিডি আনলিমিটেড ভয়েস কল এর একটি সুবিধা। প্রতিদিন ৩ জিবি ডেটা এবং ১০০ টি করে বিনামূল্যে এসএমএস পাওয়া যাবে। এছাড়াও গেমঅন সার্ভিস এবং সিং+ পিআরবিটি+ আনট্রোটেল ৫৯৯ টাকা রিচার্জে পাওয়া যাবে। এর সাথে ৩ জিবি অতিরিক্ত ডেটাও যোগ্য গ্রাহকরা পাবেন। তবে এই অফার পেতে হলে বিএসএনএলের সেলফ-কেয়ার অ্যাপ্লিকেশনের মাধ্যমে রিচার্জ করতে হবে। অন্য প্ল্যাটফর্মের মাধ্যমে রিচার্জ করলে অতিরিক্ত ডেটা অফার পাওয়া যাবে না। নির্দিষ্ট সময়ের জন্য এই অফার থাকায় দ্রুত রিচার্জ করলে ৩ জিবি অতিরিক্ত ডেটা উপভোগ করতে পারবেন।
বিএসএনএল দেশে ৪জি নেটওয়ার্ক সম্প্রসারণের সময় এই নতুন রিচার্জ অফার ঘোষণা করেছে। দেশে বিএসএনএল ৪জি টাওয়ারের সংখ্যা পঞ্চাশ হাজার ছাড়িয়েছে। সবশেষে ৪জি নেটওয়ার্ক চালু করা ভারতীয় টেলিকম পরিষেবা প্রদানকারী হল বিএসএনএল। তবে বেসরকারি টেলিকম কোম্পানিগুলির ট্যারিফ বৃদ্ধির পরে নতুন গ্রাহকদের আকৃষ্ট করতে বিএসএনএল সর্বাত্মক চেষ্টা করছে। ৪জি সম্পন্ন হওয়ার সাথে সাথে ৫জি নেটওয়ার্ক স্থাপনও শুরু করবে বিএসএনএল।