রেডমি-র দুটি নতুন স্মার্টফোন শীঘ্রই ভারতে লঞ্চ হবে, রইল ফোনের ফিচার্স

নভেম্বর, ডিসেম্বর মাসে এই ফোনগুলি ভারতে লঞ্চ করবে বলে জানা গেছে।

চfনা স্মার্টফোন নির্মাতা শাওমি ভারতে দুটি নতুন ফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। স্ন্যাপড্রাগন চিপসেট সহ এন্ট্রি-লেভেল 5G হ্যান্ডসেট Redmi A4 5G এবং মিড-রেঞ্জ মডেল Redmi Note 14 হল এই স্মার্টফোনগুলি। শীঘ্রই ভারতের বাজারে আসতে চলেছে এই ফোনগুলো। 

শাওমি ইন্ডিয়া নভেম্বরে Redmi A4 5G এবং ডিসেম্বরে Redmi Note 14 সিরিজ লঞ্চ করবে বলে জানা গেছে। Redmi A4 5G এর ডিজাইন গত মাসে ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসে শাওমি প্রদর্শন করেছিল। এই ফোনের দাম দশ হাজার টাকার নিচে থাকবে বলে ধারণা করা হচ্ছে। ফোনের বৈশিষ্ট্যগুলি আগামী দিনে প্রকাশিত হতে পারে। 6.7 ইঞ্চি HD+ IPS LCD স্ক্রিন, 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 5,000 mAh ব্যাটারি, 18 ওয়াট চার্জার Redmi A4 5G তে থাকবে বলে আশা করা হচ্ছে। স্ন্যাপড্রাগন 4 জেনারেশন 2 প্রসেসর এই স্মার্টফোনে থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Latest Videos

Redmi A4 5G এর পরে Redmi Note 14 সিরিজ লঞ্চ করার পরিকল্পনা করছে শাওমি ইন্ডিয়া। চীনে সেপ্টেম্বর মাসে লঞ্চ হওয়া Redmi Note 14 সিরিজে Redmi Note 14, Pro, Pro Plus মডেল রয়েছে। এর মধ্যে শুধুমাত্র স্ট্যান্ডার্ড স্মার্টফোন মডেলটি ডিসেম্বরে ভারতে আসতে পারে। 2022 সালের পর এটিই প্রথমবার এক বছরের মধ্যে একাধিক Note সিরিজের ফোন Redmi লঞ্চ করছে। তবে Redmi Note 15 সিরিজ 2025 সালের মার্চের আগে লঞ্চ হবে বলে আশা করা যাচ্ছে না। 

Share this article
click me!

Latest Videos

'লুঙ্গিতে গিট বেঁধে আসুক, না হলে ওদের লুঙ্গিকে প্যারাসুট বানিয়ে ছেড়ে দেব' | Sukanta Majumdar Today
বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর! Mamata-র বিরুদ্ধে RG Kar কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু
'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts