ফোন হারিয়ে গেলেও ট্র্যাক করা সম্ভব, দ্রুত বদলে ফেলুন এই কয়টি সেটিংস

এবার থেকে আর চিন্তা নেই। মোবাইল খোয়া গেলে নিজেই তা উদ্ধার করতে পারবেন।

Sayanita Chakraborty | Published : Aug 27, 2024 10:23 AM IST

মোবাইল চুরি হওয়া নতুন কথা নয়। অনেকেই খুইয়েছেন দামি মোবাইল। তারপর থানা-পুলিশ করেও লাভ হয়নি। আবার অনেকে মোবাইল চুরি হওয়ার পর পুলিশের ঝামেলায় যেতে চাননি। তবে, এবার থেকে আর চিন্তা নেই। মোবাইল খোয়া গেলে নিজেই তা উদ্ধার করতে পারবেন।

মোবাইল চুরি মানে আর্থিক ক্ষতি তো বটেই সঙ্গে হারিয়ে যায় বহু গুরুত্বপূর্ণ নথি। মোবাইল চুরি করার পর প্রথমে তা ফল করে দেয় সে কারণে ট্র্যাক করা যায় না। এবার বদলে ফেলুন ফোনের এই তিন সেটিংস। এর ফলে কেউ আপনার ফোন অফ করলেও আপনি তা ট্র্যাক করতে পারেন।

Latest Videos

প্রথমে ফোনের সিকিওরিটি অ্যান্ড প্রাইভেসি- সেটিং-এ যান। এবার মোর সিকিওরিটি ও প্রাইভেসি -তে ক্লিক করুন। রিকোয়্য়ার পাসওয়ার্ড টু অফ অপশন অন করে দিন। এর ফলে পাসওয়ার্ড ছাড়া আর ফোন অফ করা যাবে না।

আবার ফোন অফ করতে না পারলে দুষ্কৃতিরা ফোনের এয়ারপ্লেন মোড অন করে দেয়। এক্ষেত্রে প্রথমে সেটিংস অন করুন। নটিফিকেশন ও স্ট্যাটাসের বিকল্প বেছে নিন। মোর সেটিংস বোতামে ক্লিক করতে হবে। সেখানে সোয়াইপ ডাউন বোতামে ক্লিক করুন। এতে চোর কোনও ভাবেই এয়ারপ্লেন মোট অন করতে পারবে না। এরপর সেটিংস সিকিওরিটি ও প্রাউভেসিতে ফাইন্ড মাই ডিভাইস করতে হবে। পরে নেটওয়ার্ক ইন অল এরিয়া অন করতে হবে। এভাবে আপনার ফোনের সেটিংস বদলে দিন। এতে ফোন খোয়া গেলেও ফেরত পেতে পারেন।

 

Share this article
click me!

Latest Videos

'বিচার সহজে আসবে না, হয়তো ছিনিয়ে আনতে হবে' কেন বললেন নির্যাতিতার বাবা ও মা? দেখুন | RG Kar Protest |
এরাই সম্পদ! সুপারের সামনেই আইনজীবীকে 'হুমকি' TMC নেতা PGT'র, দেখুন ফুটেজ | Kalyani Medical College |
আন্দোলনকারীদের উত্তমমধ্যম দেওয়ার হুঁশিয়ারি দিলেন মালদার এই তৃণমূল নেতা | RG Kar Protest
'এর আগে সাত জন পড়ুয়ার সঙ্গে ঠিক কী ঘটেছিল?' R G Kar নিয়ে ভয়ানক তথ্য দিলেন Dr. Archana Majumdar
মমতার এই বিধায়ক কি বলছে? জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে জুতো শ্রমিকদের সঙ্গে তুলনা! | RG Kar Protest |