ফোন হারিয়ে গেলেও ট্র্যাক করা সম্ভব, দ্রুত বদলে ফেলুন এই কয়টি সেটিংস

এবার থেকে আর চিন্তা নেই। মোবাইল খোয়া গেলে নিজেই তা উদ্ধার করতে পারবেন।

মোবাইল চুরি হওয়া নতুন কথা নয়। অনেকেই খুইয়েছেন দামি মোবাইল। তারপর থানা-পুলিশ করেও লাভ হয়নি। আবার অনেকে মোবাইল চুরি হওয়ার পর পুলিশের ঝামেলায় যেতে চাননি। তবে, এবার থেকে আর চিন্তা নেই। মোবাইল খোয়া গেলে নিজেই তা উদ্ধার করতে পারবেন।

মোবাইল চুরি মানে আর্থিক ক্ষতি তো বটেই সঙ্গে হারিয়ে যায় বহু গুরুত্বপূর্ণ নথি। মোবাইল চুরি করার পর প্রথমে তা ফল করে দেয় সে কারণে ট্র্যাক করা যায় না। এবার বদলে ফেলুন ফোনের এই তিন সেটিংস। এর ফলে কেউ আপনার ফোন অফ করলেও আপনি তা ট্র্যাক করতে পারেন।

Latest Videos

প্রথমে ফোনের সিকিওরিটি অ্যান্ড প্রাইভেসি- সেটিং-এ যান। এবার মোর সিকিওরিটি ও প্রাইভেসি -তে ক্লিক করুন। রিকোয়্য়ার পাসওয়ার্ড টু অফ অপশন অন করে দিন। এর ফলে পাসওয়ার্ড ছাড়া আর ফোন অফ করা যাবে না।

আবার ফোন অফ করতে না পারলে দুষ্কৃতিরা ফোনের এয়ারপ্লেন মোড অন করে দেয়। এক্ষেত্রে প্রথমে সেটিংস অন করুন। নটিফিকেশন ও স্ট্যাটাসের বিকল্প বেছে নিন। মোর সেটিংস বোতামে ক্লিক করতে হবে। সেখানে সোয়াইপ ডাউন বোতামে ক্লিক করুন। এতে চোর কোনও ভাবেই এয়ারপ্লেন মোট অন করতে পারবে না। এরপর সেটিংস সিকিওরিটি ও প্রাউভেসিতে ফাইন্ড মাই ডিভাইস করতে হবে। পরে নেটওয়ার্ক ইন অল এরিয়া অন করতে হবে। এভাবে আপনার ফোনের সেটিংস বদলে দিন। এতে ফোন খোয়া গেলেও ফেরত পেতে পারেন।

 

Share this article
click me!

Latest Videos

মোদী-মমতাকে একযোগে আক্রমণ অধীরের #shorts #adhirranjanchowdhury #mamatabanerjee #narendramodi
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
ঝোপের মধ্যে রাখা ব্যাগে তাজা...ঘাড় ধরে নিয়ে গেল বাসন্তী থানার পুলিশ | Basanti News | Bangla News
'বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হচ্ছে', বিস্ফোরক মন্তব্য Adhir Ranjan Chowdhury-র