Mobile App: ফোনে এই অ্যাপগুলি আছে? সাবধান! ক্লোন হওয়ার বিপদ ঘনিয়ে আসছে

Published : Jan 01, 2024, 09:43 PM ISTUpdated : Jan 01, 2024, 10:32 PM IST
Mobile Use- Limit mobile use, use some apps!

সংক্ষিপ্ত

প্রযুক্তির ফলে যেমন মানুষের জীবন অনেক সহজ  হয়েছে, তেমনই আবার অনেক বিপদও তৈরি হয়েছে। হ্যাকাররা প্রযুক্তির অপব্যবহার করছে। এর ফলে বহু মানুষ বিপদে পড়ছেন।

সারা বিশ্বেই সাইবার অপরাধ বাড়ছে। হ্যাকাররা এখন নানা উপায় অবলম্বন করছে। মোবাইল ফোন ক্লোন করাও সাইবার অপরাধীদের অন্যতম হাতিয়ার। এই কাজে তারা মোবাইল অ্যাপ ব্যবহার করছে। সেই কারণে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, অনেক মোবাইল অ্যাপই বিপজ্জনক। এই ধরনের অ্যাপ ডাউনলোড করলে হ্যাকারদের কাজ সহজ হয়ে যায়। তখন তারা মোবাইল ফোন ক্লোন করতে পারে। তখন সব তথ্যই হ্যাকারদের হাতের মুঠোয় চলে যায়। তারা সেই তথ্য কাজে লাগিয়ে নানা অপরাধমূলক কাজ করতে পারে। সেই কারণেই মোবাইল অ্যাপের বিষয়ে সবারই সতর্ক থাকা উচিত। অপরিচিত অ্যাপ ডাউনলোড না করাই ভালো।

অ্যানড্রয়েড ফোন ব্যবহারকারীদের বিপদ বেশি

বিশেষজ্ঞদের মতে, আইওএস প্ল্যাটফর্মের সুরক্ষা ব্যবস্থা অনেক বেশি। ফলে সাইবার অপরাধীদের পক্ষে আইওএস মোবাইল ফোন হ্যাক করা কঠিন। কিন্তু অ্যানড্রয়েড ফোন হ্যাক বা ক্লোন করা সেই তুলনায় সহজ। সেই কারণে অ্যানড্রয়েড মোবাইল ফোনের অ্যাপ কাজে লাগায় সাইবার অপরাধীরা। এমন অনেক মোবাইল অ্যাপ আছে যেগুলি শুধু অ্যানড্রয়েড ফোনেই থাকে। হ্যাকাররাও অনেক অ্যাপ তৈরি করে। সেই কারণে অ্যানড্রয়েড মোবাইল ফোনে অজানা বা নতুন অ্যাপ ডাউনলোড করার বিষয়ে সতর্ক থাকা উচিত।

মোবাইল অ্যাপ থেকে সাবধান

বিশেষজ্ঞরা জানিয়েছেন, টিম ভিউয়ার, এনি ডেস্ক, রাস্টডেস্ক, পুশ বুলেটের মতো অ্যাপগুলি কাজে লাগিয়ে মোবাইল ফোন হ্যাক করার চেষ্টা করে। এই অ্যাপগুলি কাজের ক্ষেত্রে প্রয়োজনীয় হয়ে উঠেছে। এরই সুযোগ নিচ্ছে সাইবার অপরাধীরা। সেই কারণে এই ধরনের অ্যাপগুলির বিষয়ে সতর্ক থাকা জরুরি। কারণ, গোপনীয় তথ্য হ্যাকারদের নাগালে চলে গেলেই বিপদ। তখন বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে। আরও অনেক বিপদ হতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Apple নিয়ে ওয়াশিংপোস্টের প্রতিবেন 'অর্ধসত্য', কড়া প্রতিক্রিয়া রাজীব চন্দ্রেশখরের

Apple iphone 13: অত্যন্ত সস্তায় পাওয়া যাচ্ছে অ্যাপল-এর আইফোন, কীভাবে অর্ডার করলে পাবেন প্রায় ২০ হাজার টাকা ছাড়?

Google Chrome ব্যবহারের সময় সতর্ক হন, সামান্য ভুলে হ্যাকিং-র শিকার হতে পারেন

PREV
click me!

Recommended Stories

গুগলে এই ৫টি জিনিসের ব্যাপারে সার্চ করলেই হতে পারে জেল! এগুলি খোঁজেননি তো?
5 Budget Smartphones: ১৫,০০০ টাকার মধ্যে সেরা ৫টি স্মার্টফোন কোনগুলি? রইল পুরো তালিকা