গরমকালে মারাত্মক উত্তপ্ত হয়ে যায় ঘরের এসি! কীভাবে ঠান্ডা রাখবেন মেশিন, জেনে নিন

Published : Mar 20, 2025, 06:14 PM IST

গরমকালে এসি ঠান্ডা রাখতে কি কি করতে পারেন, তা এখানে আলোচনা করা হল।

PREV
110

গরমকালে এসি রক্ষণাবেক্ষণের টিপস : গরমকাল শুরু হয়ে গেছে, এই গরমে বাঁচতে আমরা সবাই এসির শরণাপন্ন হই। বিশেষ করে দেশের বিভিন্ন শহরে গরমের তীব্রতা অনেক বেশি।

210

তাই এসি নিয়মিত পরিষ্কার রাখলে দীর্ঘদিন ব্যবহার করা যায়। না হলে ঘন ঘন খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। 

310

এতে শুধু শুধু টাকা নষ্ট হয়। তাই গরমকালে আপনার বাড়ির এসিকে সুরক্ষিত রাখতে এই ৫টি টিপস জেনে নিন।

410

এসির ফিল্টার পরিষ্কার রাখা খুব জরুরি। কারণ এসির ফিল্টারে ধুলো-ময়লা জমলে ঠান্ডা করার ক্ষমতা কমে যায়। এছাড়াও এসির ভেতরের যন্ত্রাংশ খারাপ হয়ে যায়। তাই দুই সপ্তাহে একবার এসির ফিল্টার খুলে পরিষ্কার করুন। 

510

এতে এসির আয়ু বাড়ে এবং বিদ্যুতের ব্যবহারও কম হয়। এসির বাইরের ইউনিটের চারপাশে যেন হাওয়া চলাচল করতে পারে। খেয়াল রাখবেন আশেপাশে যেন কোনো গাছ বা অন্য কিছু না থাকে। যদি থাকে, তাহলে সরিয়ে দিন। না হলে গরম হাওয়া বেরোতে অসুবিধা হবে। 

610

এর ফলে এসিকে বেশি সময় ধরে কাজ করতে হবে। এছাড়াও এসির যন্ত্রাংশ খারাপ হওয়ার পাশাপাশি বিদ্যুতের বিলও বাড়বে ।এসির কুলিং কয়েল এবং কন্ডেনসার কয়েল বছরে একবার পরিষ্কার করা উচিত। কারণ এর মধ্যে ময়লা জমলে এসির ঠান্ডা করার ক্ষমতা কমে যায়। 

710

ময়লা পরিষ্কার করলে ঠান্ডা করার ক্ষমতা বাড়ে। নিজে থেকে পরিষ্কার না করে সার্ভিসিং করানো ভালো।এসি থেকে যদি কোনো অদ্ভুত শব্দ বের হয় বা ঠান্ডা হাওয়া না বের হয়, তাহলে মেকানিককে দেখানো ভালো। 

810

ছোট সমস্যা প্রথমে সারিয়ে নিলে বড় সমস্যা হবে না। অবহেলা করলে বেশি টাকা খরচ হতে পারে।

910

গরমকাল শেষ হয়ে গেলে এসি ব্যবহার না করলে, সেটি ঢেকে রাখুন। 

1010

এতে এসির ভিতরে ধুলো-ময়লা ঢুকতে পারবে না এবং পরের গরমকাল পর্যন্ত এসি সুরক্ষিত থাকবে।

click me!

Recommended Stories