UPI PIN Without Debit Card: ডেবিট কার্ড ছাড়াই সেট করুন ইউপিআই পিন, কিন্তু কীভাবে?

Published : Mar 20, 2025, 03:54 PM IST

বর্তমানে দেশে ইউপিআই পরিষেবা (UPI Transaction) দ্রুত বাড়ছে। স্মার্টফোন আছে এমন প্রায় সকলেই ইউপিআই পেমেন্ট করছেন। মুহূর্তের মধ্যে টাকা পাঠানোর সুযোগ থাকায় অনেকেই ইউপিআই ব্যবহার করছেন।  

PREV
16
আগে একজনের অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠাতে গেলে ব্যাঙ্কে গিয়ে ফর্ম ফিলাপ করতে হত

কিন্তু ইউপিআই পেমেন্ট আসার পর থেকে লেনদেন সহজ হয়েছে। এখন এক ক্লিকেই টাকা পাঠানো যায়। তবে ইউপিআই ব্যবহার করতে ডেবিট কার্ড লাগে। 
 

26
নতুন ইউপিআই সেট করা বা পুরনো পিন পরিবর্তন করতে ডেবিট কার্ড লাগে

কিন্তু যাদের ডেবিট কার্ড নেই, তারা কী করবেন? বিশেষ করে যারা সই করতে পারেন না, তাদের ডেবিট কার্ড আসে না। তাহলে তারা কি ইউপিআই পেমেন্ট করতে পারবেন না? এরও একটা উপায় আছে। ডেবিট কার্ড ছাড়া কীভাবে ইউপিআই পিন পরিবর্তন করবেন, জেনে নিন। 
 

36
আধার কার্ড থাকতে হবে

ডেবিট কার্ড ছাড়া ইউপিআই পিন পরিবর্তন করতে চাইলে আধার কার্ড লাগবে। আপনার আধার কার্ড ইউপিআই পিন সেট করতে চান এমন ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক থাকতে হবে। এছাড়াও আধার কার্ডের সঙ্গে ফোন নম্বর লিঙ্ক থাকতে হবে। তাহলেই আধার দিয়ে ইউপিআই পিন পরিবর্তন করা যাবে। 
 

46
ডেবিট কার্ড ছাড়া ইউপিআই পিন পরিবর্তন করবেন কিভাবে?

* প্রথমে আপনার স্মার্টফোনে ইউপিআই অ্যাপ খুলুন। 

* এরপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস দিন। 

* তারপর আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইউপিআই পিন পরিবর্তন করতে চান, সেটি সিলেক্ট করুন।  

56
ইউপিআই পিন সেট করার অপশনটি বেছে নিন

এখানে ডেবিট কার্ড ও আধার ওটিপি-র দুটি অপশন দেখতে পাবেন। 

66
দ্বিতীয় অপশন আধার ওটিপি সিলেক্ট করুন

এরপর আধারের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেটি দিলেই ইউপিআই পিন পরিবর্তন হয়ে যাবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

click me!

Recommended Stories