দুবাইতে পরের বছরই উড়বে বৈদ্যুতিক ট্যাক্সি, সম্পন্ন হলো সফল ট্রায়াল

Published : Jul 06, 2025, 06:34 PM IST
Air Taxi india

সংক্ষিপ্ত

দুবাইয়ের আকাশে সফলভাবে উড়ল বৈদ্যুতিক ট্যাক্সি। ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যামে ফেঁসে থাকার থেকে মিলবে রেহাই। এই স্মার্ট পরিবহণের ব্যবস্থা দুবাইতে।

গন্তব্যে পৌঁছানোর থেকেও বেশি সময় লাগে রাস্তার ট্রাফিক জ্যাম পার করতে। তবে এবার হতে পারে এরও সুরাহা। আকাশপথেই এখন শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছনো যাবে মাত্র কয়েক মিনিটে। এক সময় যা ছিল কল্পনাতীত, এবার সেটাই বাস্তব। দুবাইয়ে সফলভাবে সম্পন্ন হল বৈদ্যুতিক এয়ার ট্যাক্সির পরীক্ষামূলক উড়ান। নতুন যুগের এই স্মার্ট পরিবহণ ব্যবস্থা বিশ্বে প্রথম চালু হচ্ছে দুবাইতে। পরিবহণ প্রযুক্তির ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায় মনে করা যায়।

মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা Joby Aviation এর তৈরি এই বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি ট্রায়ালের সময় উপস্থিত ছিলেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মহম্মদ আল মাকতুম, যা এই উদ্ভাবনের গুরুত্বকে আরও বাড়িয়ে দেয়। এছাড়াও ছিলেন একাধিক সরকারি আধিকারিক।

Joby Aviation কোম্পানিটি দুবাইয়ের Roads and Transport Authority (RTA)-এর সঙ্গে ছয় বছরের একচেটিয়া চুক্তিতে আবদ্ধ। সংস্থাটি দুবাইয়ে একমাত্র এয়ার ট্যাক্সি অপারেটর হিসেবে কাজ করবে। সূত্রের খবর, চলতি বছরের শেষ অথবা ২০২৬ সাল থেকে শুরু হবে উড়ান। প্রাথমিকভাবে প্রিমিয়াম সার্ভিস হিসাবে এয়ার ট্যাক্সি পরিষেবা চালুর পরিকল্পনা, তবে ভবিষ্যতে এই পরিষেবা সকলের জন্য সুলভ করে তোলা হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।

Joby-এর প্রতিষ্ঠাতা জোবেন বেভার্ট বলেন, “দুবাইয়ের সহযোগিতায় আমরা কৃতজ্ঞ এবং ভবিষ্যতের পরিবহণ ব্যবস্থায় বিপ্লব আনতে পেরে আমরা গর্বিত।”

এয়ার ট্যাক্সির বৈশিষ্ট্য

* এই এয়ার ট্যাক্সিটি সম্পূর্ণভাবে ইলেকট্রিক এবং VTOL (Vertical Take-Off and Landing) প্রযুক্তিনির্ভর। যার ফলে এটি তুলনামূলক কম জায়গা থেকে ওঠানামা করতে পারে, যা শহরের মধ্যেই সহজেই এটিকে চালানো সম্ভব, দুর্ঘটনার সম্ভাবনাও অনেক কম।

* এই এয়ার ট্যাক্সির সর্বোচ্চ গতি হতে পারে ৩২০ কিমি/ঘণ্টা। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাম জুমেইরাহ যেতে এখন যেখানে প্রায় ৪৫ মিনিট সময় লাগে, সেখানে এই এয়ার ট্যাক্সিতে মাত্র ১০-১২ মিনিটেক যাওয়া সম্ভব হবে।

* একবার চার্জে ১৬০ কিমি পর্যন্ত রেঞ্জ পাড়ি দিতে সক্ষম।

* এই এয়ার ট্যাক্সি সিঙ্গেল পাইলটবাহী চার যাত্রীসহ উড়তে পারে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Google Gemini: কাজের চাপ কমাতে চান? গুগল ওয়ার্কস্পেসে জেমিনি ব্যবহার করুন এইভাবে
নেটফ্লিক্সে এবার বড় পরিবর্তন, মোবাইল অ্যাপে আর পাওয়া যাবে না এই ফিচার