গুগলের ফ্ল্যাগশিপ স্মার্টফোন Google Pixel 9-এ এবার অবিশ্বাস্য ছাড়। এমনিতে ফোনটির দাম ৭৯,৯৯৯ টাকা। কিন্তু অফারে তা ২৫,০০০ তকাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। এই বছরের অন্যতম সেরা অফার হিসেবে বিবেচিত এই ডিলের মাধ্যমে, আপনি Pixel 9 মোবাইলটি মাত্র ৫৪,৯৯৯-এ কিনতে পারবেন।