Realme Neo 7 : ৭০০০ এমএএইচ ব্যাটারি সঙ্গে দুর্দান্ত সব ফিচার্স, দেখে নিন এক ঝলকে

৮০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসহ ৭০০০ এমএএইচ এর বিশাল ব্যাটারি এই ফোনের প্রধান আকর্ষণ।

চীনা স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি তাদের নতুন ফোন রিয়েলমি নিয়ো ৭ চীনে লঞ্চ করেছে। মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০+ চিপসেট, দ্বৈত রিয়ার ক্যামেরা এবং ৭০০০ এমএএইচ এর শক্তিশালী ব্যাটারি এই ফোনের বিশেষ বৈশিষ্ট্য। তিনটি রঙে ফোনটি উপলব্ধ।

রিয়েলমি জিটি নিয়ো ৬ এর উত্তরসূরি হিসেবে রিয়েলমি নিয়ো ৭ বাজারে এসেছে। ৭০০০ এমএএইচ এর বিশাল ব্যাটারি এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ। ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাও রয়েছে। আইপি৬৮ এবং আইপি৬৯ রেটিং ফোনটির সুরক্ষা নিশ্চিত করে। অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রিয়েলমি UI ৬.০ তে চলবে ফোনটি। ৬.৭৮ ইঞ্চি ১.৫কে (১,২৬৪x,২,৭৮০ পিক্সেল) ৮ টি এল টি পি আই ডিসপ্লে ৬০০০ নিটস ব্রাইটনেস প্রদান করে। ১৫০Hz পর্যন্ত রিফ্রেশ রেট সমর্থিত। ১৬ জিবি পর্যন্ত RAM এবং ১ টিবি স্টোরেজ পাবেন।

Latest Videos

৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি ওয়াইড-অ্যাঙ্গেল সেন্সর নিয়ে গঠিত হয়েছে রিয়ার ক্যামেরা সেটআপ। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য আছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

ডুয়েল সিম, ৫জি, ব্লুটুথ ৫.৪, জিপিএস, গ্যালিলিও, এনএফসি, ওয়াই-ফাই ৮০২.১১ ইত্যাদি কানেক্টিভিটি সুবিধা এবং অ্যাক্সিলেরোমিটার, কালার টেম্পারেচার সেন্সর, ডিসটেন্স সেন্সর, লাইট সেন্সর, জিওম্যাগনেটিক সেন্সর, গাইরোস্কোপ সেন্সর, ইনফ্রারেড সেন্সর, আন্ডার-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইত্যাদি আধুনিক সেন্সর রয়েছে রিয়েলমি নিয়ো ৭ এ।

চীনে ২,০৯৯ যুয়ান (প্রায় ২৪,০০০ ভারতীয় টাকা) থেকে শুরু হচ্ছে রিয়েলমি নিয়ো ৭ এর বেস ভ্যারিয়েন্টের (১২ জিবি + ২৫৬ জিবি) দাম। সর্বোচ্চ ১৬ জিবি + ১ টিবি ভ্যারিয়েন্টের দাম ৩,২৯৯ যুয়ান অর্থাৎ প্রায় ৩৮,০০০ টাকা।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: নন্দীগ্রাম থেকে মমতার বিরুদ্ধে হুঙ্কার শুভেন্দুর, দেখুন সরাসরি
ফের বাঘের দৌরাত্ম্যে অতিষ্ঠ গ্রামবাসীরা! গ্রামে রাত পাহারায় বনদপ্তর | South 24 Parganas News Today
১৭ দিনে প্রায় ১৩ কোটির ঘরে পা রাখল Khadaan, আপ্লুত হয়ে বড় ঘোষণা করলেন Dev
ভূমিকম্প? কাঁপছে ঘর, দুলছে ফ্যান! সাতসকালে কেঁপে উঠল নেপাল, বিহার ও কলকাতা | Nepal Earthquake Today
Daily Horoscope : ৭ জানুয়ারি মঙ্গলবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, দেখুন আজকের রাশিফল