আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করা না থাকলে বড় বিপদে পড়তে পারেন, জানুন বিস্তারিত নিয়ম

Published : Nov 26, 2023, 11:18 AM IST
ranchi news bogus ration cards will be canceled after identify in link to aadhaar

সংক্ষিপ্ত

বাড়িতে বসেই সহজ উপায় নিজের স্মার্টফোনের মাধ্যমে মাত্র দু মিনিটে রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করাতে পারেন।

দেশের রেশন ব্যবস্থার সুবিধা ভোগ করেন? তাহলে আজই জেনে নেওয়া প্রয়োজন রেশন ব্যবস্থার সুবিধা পাওয়ার জন্য নতুন নিয়মগুলি। করোনা মহামারীর পর থেকেই দেশবাসীর জন্য রেশন ব্যবস্থায় অনেক উন্নতি সাধন করেছে সরকার। এবার নতুন নিয়ম অনুসারে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের যোগ না থাকলে সুবিধা পাবেন না গ্রাহকরা। এই নিয়ম বর্তমানে বাধ্যতামূলক সরকার। এই নিয়মের আওতায় রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না থাকলে বড় সমস্যায় পড়তে হতে পারে। নির্ধারিত সময়ের মধ্যে এই লিঙ্ক না করলে সাময়িকভাবে বাতিলও হতে পারে রেশন কার্ড। আপনার যদি আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক না থাকে তাহলে আজই নিকটবর্তী জনসুবিধা কেন্দ্রে গিয়ে অবিলম্বে কাজটি সম্পন্ন করুন। এছাড়া অনলাইনেও কাজটি করতে পারেন আপনি।

বাড়িতে বসেই সহজ উপায় নিজের স্মার্টফোনের মাধ্যমে মাত্র দু মিনিটে রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করাতে পারেন। জেনে নেওয়া যাক কীভাবে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করবেন রেশন কার্ড।

১। প্রথমে খাদ্য দফতরের ওয়েবসাইট www.wbpds.gov.in খুলুন।

২। এরপরে 'রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক' অপশনটি সিলেক্ট করুন।

৩। আপনার রেশন কার্ডের নম্বর লিখুন।

৪। 'লিঙ্ক আধার ও মোবাইল নম্বর' অপশনে যান।

৫। আপনার আধার নম্বর লিখুন।

৬। ফোনে ওটিপি এলে সেটা লিখুন।

৭। রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করুন।

৮। আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক হলেই আপনি ফোনে এসএমএস পেয়ে যাবেন।

PREV
click me!

Recommended Stories

5G Growth in India: ৫জি ব্যবহারে আমেরিকাকে টপকে বিশ্বের মধ্যে দ্বিতীয় ভারত? স্বপ্নের 'ডিজিটাল ইন্ডিয়া'
Ban Gambling Apps: আবারও কেন্দ্রের ডিজিটাল সার্জিক্যাল স্ট্রাইক! একাধিক বেটিং অ্যাপ এবং ওয়েবসাইট নিষিদ্ধ