Instagram Auto Scroll: রিলস দেখতে আর টাচ করতে হবে না ফোন, এসেছে নতুন ফিচার

Published : Jul 23, 2025, 11:52 AM IST
Instagram logo

সংক্ষিপ্ত

Instagram Auto Scroll: অবসরের মাঝে এক টুকরো বিনোদন - রিলস দেখা। একটি শেষে পরেরটি চালু করতে স্ক্রল করার ঝামেলা এবার ব্ন্ধ করা যাবে। এসেছে ইনস্টাগ্রামের নতুন ফিচার "auto scroll"।

Instagram Auto Scroll: কাজের মাঝে বিরতি বা একঘেয়েমি কাটাতে অনেকেই আশ্রয় নেন সোশ্যাল মিডিয়ার, বিশেষ করে ইনস্টাগ্রামে। কয়েক মিনিটের বিরতিতেই স্ক্রিনে চোখ রেখে একের পর এক রিলস দেখে ফেলি। কিন্তু প্রতিটি রিলস শেষ হলেই আবার স্ক্রল করে পরেরটিতে যেতে হয়। তবে এবার ইনস্টাগ্রাম সেই কাজটিও সহজ করে দিচ্ছে। আসছে ‘auto scroll’ ফিচার, যা আপনার হয়ে একের পর এক রিলস চালিয়ে যাবে।

‘অটো স্ক্রল’ কীভাবে কাজ করে?

এই ফিচারের মাধ্যমে আপনি যখন একবার কোনও রিলস চালাবেন, তখন পরবর্তী রিলস নিজে থেকেই স্ক্রল হয়ে চলতে থাকবে—কোনও স্পর্শ ছাড়াই। ইতিমধ্যেই এই ফিচার iPhone-এ চালু হয়ে গিয়েছে। তবে অ্যান্ড্রয়েডে কবে এটি আসবে, তা এখনও জানা যায়নি। আশা করা যায়, খুব শীঘ্রই সেটাও আসবে।

কীভাবে চালু করবেন ‘অটো স্ক্রল’ ফিচার?

প্রথমে ইনস্টাগ্রামে ঢুকে একটি রিলস চালান। ডানদিকে নিচের দিকে থাকা তিনটি ডট -এর ওপর ক্লিক করুন। সেখান থেকে ‘Auto Scroll’ অপশনটি নির্বাচন করে ফিচারটি ‘On’ করলেই রিলস নিজের থেকেই চলতে থাকবে।

ফিচারটি বন্ধ করতে চাইলে একইভাবে গিয়ে ফিচারটি বন্ধ করে দিলেই হবে। তবে এই ফিচারের মাধ্যমে আপনি যখন একবার কোনও রিলস চালাবেন, তখন পরবর্তী রিলস নিজে থেকেই স্ক্রল হয়ে চলতে থাকবে—কোনও স্পর্শ ছাড়াই। ইতিমধ্যেই এই ফিচার iPhone-এ চালু হয়ে গিয়েছে। তবে অ্যান্ড্রয়েডে কবে এটি আসবে, তা এখনও জানা যায়নি। আশা করা যায়, খুব শীঘ্রই সেটাও আসবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Google Gemini: কাজের চাপ কমাতে চান? গুগল ওয়ার্কস্পেসে জেমিনি ব্যবহার করুন এইভাবে
নেটফ্লিক্সে এবার বড় পরিবর্তন, মোবাইল অ্যাপে আর পাওয়া যাবে না এই ফিচার