Jio 28 Day Validity Plan: জিও-র এখন ২৮ দিনের প্ল্যান মাত্র ২৬ টাকায়? জেনে নিন বিস্তারিত

Published : Apr 20, 2025, 01:18 AM IST

Jio 28 Day Validity Plan: রিলায়েন্স জিও রিচার্জ প্ল্যান: রিলায়েন্স মাত্র ২৬ টাকায় ২৮ দিনের ভ্যালিডিটির প্ল্যান দিচ্ছে জানেন কি? মাত্র ২৬ টাকায় এত ভালো ভ্যালিডিটির প্ল্যান কীভাবে পাবেন ভাবছেন? কারা এই প্ল্যানের সুবিধা নিতে পারবেন জেনে নিন।

PREV
16
রিলায়েন্স জিও

রিলায়েন্স জিও প্রিপেইড ব্যবহারকারীদের জন্য মাত্র ২৬ টাকায় ২৮ দিনের ভ্যালিডিটির প্ল্যান দিচ্ছে। 

26
কারা এই প্ল্যান পেতে পারেন, কিভাবে পাবেন

জিও-র এই সস্তা প্ল্যানের Airtel এবং VI-এর কোনো জবাব আছে কি না? আজ আপনাদের জন্য এই প্রশ্নগুলোর উত্তর দেব। 
 

36
জিও ২৬ প্ল্যানের বিবরণ

২৬ টাকার রিলায়েন্স জিও প্ল্যানে, জিও প্রিপেইড ব্যবহারকারীরা ২ জিবি হাই-স্পিড ডেটা পাবেন। এটি একটি ডেটা প্ল্যান, তাই ২৬ টাকায় শুধুমাত্র ডেটার সুবিধা পাবেন। ২ জিবি হাই-স্পিড ডেটা শেষ হলে, স্পিড ৬৪kbps হয়ে যাবে। 

46
জিও ২৬ প্ল্যানের মেয়াদ

এটি ২৮ দিনের মেয়াদসহ সবচেয়ে সস্তা রিলায়েন্স জিও প্ল্যান। Airtel এবং Vodafone Idea বা VI-এর ২৬ টাকার প্ল্যান আছে, কিন্তু সেগুলো ২৮ দিনের মেয়াদ দেয় না। এই প্ল্যানটি Jio.com এবং My Jio অ্যাপে পাওয়া যাবে।

56
কারা এই সুবিধা পাবেন?

JioPhone ব্যবহারকারীরা এই প্ল্যানের সুবিধা পাবেন। যদি আপনার JioPhone থাকে এবং আপনার বেসিক প্ল্যানের ডেটা শেষ হয়ে যায়, তাহলে এই ডেটা প্যাক कामে লাগবে। 

66
Airtel এবং VI প্ল্যান

Airtel এবং Vodafone Idea- র ২৬ টাকার প্ল্যানে ১.৫ জিবি হাই-স্পিড ডেটা পাওয়া যায়, কিন্তু রিলায়েন্স জিও-র মতো ২৮ দিন নয়, মাত্র ১ দিনের জন্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

click me!

Recommended Stories