- Home
- Technology
- সস্তার হল Jio, স্বল্প বিনিয়োগে মিলবে প্রতিদিন ২ জিবি নেট সঙ্গে আনলিমিটেড কল, তাও ৯০ দিনের জন্য
সস্তার হল Jio, স্বল্প বিনিয়োগে মিলবে প্রতিদিন ২ জিবি নেট সঙ্গে আনলিমিটেড কল, তাও ৯০ দিনের জন্য
জিও গ্রাহকদের জন্য সুখবর! এবার 749 টাকার রিচার্জে পাওয়া যাবে প্রতিদিন 2GB ডেটা এবং আনলিমিটেড কল। JioTv, JioCinema, JioCloud এর সুবিধা তো থাকছেই।
- FB
- TW
- Linkdin
)
ফের ভালো খবর গ্রাহকদের জন্য। এবার সস্তা হল জিও। এবার স্বল্প বিনিয়োগে পাবেন প্রতিদিন ২ জিবি নেট সঙ্গে মিলবে আনলিমিটেড কল।
সদ্য ক্রমে বেড়ে চলেছে ফোনের খরচ। বাড়ছে রিচার্জের খরচ।
সদ্য মোটা টাকা বেড়ে চলেছে খরচ। যা সামাল দিতে হাঁপিয়ে উঠছেন সকলে।
এবার গ্রাহকদের কথা মাথায় রেখে জিও নিয়ে এল নতুন প্ল্যান। আর অধিক বিনিয়োগ নয়।
কম বিনিয়োগ করলে মিলবে ভালো প্ল্যান। ইন্টারনেট এবং কল সবই থাকবে ফ্রি।
সদ্য ৯০ দিনের একটি রিচার্জ প্ল্যান চালু করেছে জিও। যাতে রোজ মিলবে ২ জিবি করে।
এই রিচার্জ প্ল্যানে প্রতিদিন ২ জিবি অর্থাৎ মোট ১৮০ জিবি নেট ফ্রি। তেমনই আছে আনলিমিটেড ভয়েস কল।
এর সঙ্গে মিলবে রোজ ১০০ টি করে এসএমএস। মিলবে JioTv, JioCinema, JioCloud বিনামূল্যে।
মাত্র ৭৪৯ টাকা খরচ করে পেতে পারেন এই রিচার্জ প্ল্যানটি। jio.com -এ গিয়ে রিচার্জ করে নিন।
মাত্র ৭৪৯ টাকা খরচ করে ৯০ দিনের জন্য পান প্রতিদিন ২ জিবি নেট সঙ্গে মিলবে আনলিমিটেড কল।