Jio Anniversary Offer: জিওর গ্রাহকদের জন্য এবার আকর্ষণীয় অফার! কিন্তু কেন? বিস্তারিত জানুন

Published : Sep 04, 2025, 09:09 PM IST

Jio Anniversary Offer: জিওর নবম বার্ষিকী উপলক্ষে ৩৪৯ টাকার সেলিব্রেশন প্ল্যানে আনলিমিটেড ৫জি ডেটা, JioHotstar, Zomato Gold এবং ৩০০০ টাকা মূল্যের ভাউচার দেওয়া হচ্ছে। ৫-৭ সেপ্টেম্বর পর্যন্ত ফ্রি ডেটা অফারও থাকছে।

PREV
14
জিও রিচার্জ প্ল্যান

৫০ কোটি গ্রাহককে সেবা প্রদানকারী ভারতের বৃহত্তম টেলিকম সংস্থা জিও দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। ৫০ কোটি গ্রাহককে ইতিমধ্যেই ছুঁয়ে ফেলেছে জিও। আগামী ৫ সেপ্টেম্বর, তার নবম বার্ষিকী উদযাপন করছে। এই উপলক্ষে, নতুন রিচার্জ প্ল্যান এবং অফার ঘোষণা করা হয়েছে। ৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত, এই অফারগুলি পাওয়া যাবে।

24
৩৪৯ টাকার জিও সেলিব্রেশন প্ল্যান

জিয়োর ৩৪৯ টাকার রিচার্জ প্ল্যানটি খুবই জনপ্রিয়। সাধারণত, ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং ২৮ দিনের মেয়াদ দেওয়া হয়। এই বিশেষ অফারে অতিরিক্ত সুবিধা যুক্ত করা হয়েছে।

১ মাস JioHotstar সাবস্ক্রিপশন 

ফ্রি JioHome ট্রায়াল 

JioSaavn সাবস্ক্রিপশন 

৩ মাস Zomato Gold মেম্বারশিপ 

৬ মাস NetMeds প্রথম সাবস্ক্রিপশন 

Ajio, EaseMyTrip এবং Reliance Digital-এ অফার

বিঃদ্রঃঃ টানা ১২ মাস এই রিচার্জ করলে, এক মাসের রিচার্জ ফ্রি।

34
এই অফারগুলি পেতে পারেন

৫ থেকে ৭ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত ৫জি ব্যবহারকারীদের জন্য ফ্রি ৫জি ডেটা দেওয়া হবে। ৪জি ব্যবহারকারীরা ৩৯ টাকায় অ্যাড-অন এর মাধ্যমে আনলিমিটেড ৪জি ডেটা পেতে পারেন।

JioHome অফার

৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত JioHome সাবস্ক্রিপশন প্রথমবারের জন্য ১২০০ টাকায় পেতে পারেন।

সুবিধা

১০০০+ টিভি চ্যানেল ১২টি OTT সাবস্ক্রিপশন ৩০mbps আনলিমিটেড ইন্টারনেট। 

44
অতিরিক্ত সুবিধা

দুই মাসের Amazon Prime Lite সাবস্ক্রিপশন 

মোবাইল রিচার্জ প্ল্যানের মতোই সেলিব্রেশন ভাউচার 

Jio Finance-এ ২% অতিরিক্ত ডিজিটাল সোনা। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories