ভারতে জিয়ো, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া এবং সরকারি প্রতিষ্ঠান বিএসএনএল টেলিকম পরিষেবা দিয়ে আসছে। গ্রাহকদের আকৃষ্ট করতে এই প্রতিষ্ঠানগুলো নানা অফার দিয়ে আসছে।
এই প্রতিযোগিতায় জিয়ো এগিয়ে
প্রায় ৪৯০ মিলিয়ন গ্রাহক নিয়ে জিয়ো মোটামুটি কম দামে নানা রিচার্জ প্ল্যান চালু করেছে। আপনি যদি রিলায়েন্স জিয়ো সিম ব্যবহার করেন এবং বেশি ডেটা প্রয়োজন, তাহলে জিয়োতে আপনার জন্য রয়েছে দীর্ঘ মেয়াদী আকর্ষণীয় ডেটা প্ল্যান।
প্রচুর ডেটা
জিয়োর ১০২৮ টাকার প্ল্যান: এই প্ল্যানে ৮৪ দিনের মেয়াদ। মোট ১৬৮ জিবি ডেটা। সাথে আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০ টি ফ্রি এসএমএস।