জিও সিম ব্যবহারকারীদের জন্য চলে এল দুর্দান্ত ডেটা প্ল্যান, মোট ৮৪ দিনের মেয়াদ

মোবাইল গ্রাহকদের জন্য নানা অফার দিয়ে আসছে জিয়ো। এবার জিয়ো নিয়ে এলো আকর্ষণীয় ডেটা প্ল্যান। বিস্তারিত জেনে নিন। 

Subhankar Das | Published : Jan 20, 2025 11:54 PM
19
জিয়ো রিচার্জ প্ল্যান

ভারতে জিয়ো, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া এবং সরকারি প্রতিষ্ঠান বিএসএনএল টেলিকম পরিষেবা দিয়ে আসছে। গ্রাহকদের আকৃষ্ট করতে এই প্রতিষ্ঠানগুলো নানা অফার দিয়ে আসছে।  

29
এই প্রতিযোগিতায় জিয়ো এগিয়ে

প্রায় ৪৯০ মিলিয়ন গ্রাহক নিয়ে জিয়ো মোটামুটি কম দামে নানা রিচার্জ প্ল্যান চালু করেছে। আপনি যদি রিলায়েন্স জিয়ো সিম ব্যবহার করেন এবং বেশি ডেটা প্রয়োজন, তাহলে জিয়োতে আপনার জন্য রয়েছে দীর্ঘ মেয়াদী আকর্ষণীয় ডেটা প্ল্যান। 

39
প্রচুর ডেটা

জিয়োর ১০২৮ টাকার প্ল্যান: এই প্ল্যানে ৮৪ দিনের মেয়াদ। মোট ১৬৮ জিবি ডেটা। সাথে আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০ টি ফ্রি এসএমএস। 

49
জিয়ো ১০৪৯ টাকার প্ল্যান: ৮৪ দিনের মেয়াদে ১৬৮ জিবি ডেটা

প্রতিদিন ২ জিবি হাই স্পিড ডেটা। 

59
জিয়ো ১০২৯ টাকার প্ল্যান: ৮৪ দিনের মেয়াদে ১৬৮ জিবি ডেটা

সঙ্গে আমাজন প্রাইম লাইটের ফ্রি সাবস্ক্রিপশন। 

69
৪০,০০০ টাকার নিচে ৫ টি সেরা স্মার্টফোন!

ডিসনি প্লাস হটস্টার সাবস্ক্রিপশন। 

79
জিয়ো ৯৯৯ টাকার প্ল্যান: ৯৮ দিনের মেয়াদে মোট ১৯৬ জিবি ডেটা

প্রতিদিন ২ জিবি ডেটা। 

89
৮৯৯ টাকার প্ল্যান: ৯০ দিনের মেয়াদে প্রতিদিন ২ জিবি ডেটা

এবং অতিরিক্ত ২০ জিবি ডেটা। মোট ২০০ জিবি ডেটা। প্রতিদিন ২ জিবি ডেটা। 

99
৭১৯ টাকার প্ল্যান: ৭০ দিনের মেয়াদে ১৪০ জিবি ডেটা

প্রতিদিন ২ জিবি ডেটা। জিয়ো সিনেমা, জিয়ো টিভি এবং জিয়ো ক্লাউডের ফ্রি সাবস্ক্রিপশন। ৩৪৯ টাকার প্ল্যান: ২৮ দিনের মেয়াদে ৫৬ জিবি ডেটা। জিয়ো সিনেমার ফ্রি সাবস্ক্রিপশন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos