একেবারে জলের দরে সস্তার প্ল্যান আনল জিও, টেক্কা দিতে গিয়ে মুখ থুবড়ে পড়ল এয়ারটেলের এই প্ল্যান

 প্রতিযোগিতার বাজার ধরে রাখতে সমানে সমানে টক্কর চালাচ্ছে টেলিকম সংস্থাগুলি। কেউ কাউকে একচুল জমি ছাড়তে নারাজ। বেশ কয়েকদিন ধরেই রিলায়েন্স জিও, এয়ারটেলের মতো টেলিকম সংস্থার মধ্যে সস্তার প্ল্যান নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ব্যবহারকারীদের বিশেষ সুবিধা দিতে নানা ধরনের আকর্ষণীয় প্ল্যান নিয়ে আসছে টেলিকম সংস্থাগুলি। কোন নেটওয়ার্ক কম দামে কী প্ল্যান নিয়ে আসছে সেই নিয়েও আগ্রহ রয়েছে সাধারণ মানুষদের মধ্যে। মাত্র কয়েকদিনের মধ্যে সবাইকে পিছনে ফেলে জিও যেভাবে নিজেদের জায়গা করে নিয়েছে তাতে অনেকেরই চিন্তার ভাঁজ পড়েছে। ফের প্রিপেড ব্যবহারকারীদের জন্য একেবারে জলের দরে আকর্ষণীয় প্ল্যান নিয়ে এসেছে জিও।   শুধু তাই নয়, রিলায়েন্স জিও-র ঝুলিতে এমন কিছু প্ল্যান রয়েছে যা এয়ারটেল এবং অন্যান্য টেলিকম সংস্থাদের বলে বলে গোল দিচ্ছে। তবে জিও সঙ্গে পাল্লা দিয়ে এয়ারটেলও নিয়ে এসেছে সস্তার প্ল্যান। তবে জিও-র সস্তার প্ল্যানের কাছে মুখ থুবড়ে পড়ল এয়ারটেলের সস্তার প্ল্যান। একনজরে দেখে নিন জিও ও এয়ারটেলের সস্তার প্ল্যানগুলি।
 

 প্রতিযোগিতার বাজার ধরে রাখতে সমানে সমানে টক্কর চালাচ্ছে টেলিকম সংস্থাগুলি। কেউ কাউকে একচুল জমি ছাড়তে নারাজ। বেশ কয়েকদিন ধরেই রিলায়েন্স জিও, এয়ারটেলের মতো টেলিকম সংস্থার মধ্যে সস্তার প্ল্যান নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ব্যবহারকারীদের বিশেষ সুবিধা দিতে নানা ধরনের আকর্ষণীয় প্ল্যান নিয়ে আসছে টেলিকম সংস্থাগুলি। কোন নেটওয়ার্ক কম দামে কী প্ল্যান নিয়ে আসছে সেই নিয়েও আগ্রহ রয়েছে সাধারণ মানুষদের মধ্যে। মাত্র কয়েকদিনের মধ্যে সবাইকে পিছনে ফেলে জিও যেভাবে নিজেদের জায়গা করে নিয়েছে তাতে অনেকেরই চিন্তার ভাঁজ পড়েছে। ফের প্রিপেড ব্যবহারকারীদের জন্য একেবারে জলের দরে আকর্ষণীয় প্ল্যান নিয়ে এসেছে জিও।   শুধু তাই নয়, রিলায়েন্স জিও-র ঝুলিতে এমন কিছু প্ল্যান রয়েছে যা এয়ারটেল এবং অন্যান্য টেলিকম সংস্থাদের বলে বলে গোল দিচ্ছে। তবে জিও সঙ্গে পাল্লা দিয়ে এয়ারটেলও নিয়ে এসেছে সস্তার প্ল্যান। তবে জিও-র সস্তার প্ল্যানের কাছে মুখ থুবড়ে পড়ল এয়ারটেলের সস্তার প্ল্যান। একনজরে দেখে নিন জিও ও এয়ারটেলের সস্তার প্ল্যানগুলি।
 

জিও-র ১১৯ টাকার প্ল্যান

Latest Videos

মাত্র কয়েকদিনের মধ্যে সবাইকে পিছনে ফেলে জিও অনেকটাই এগিয়ে। গ্রাহকদের ধরে রাখতে একের পর এক আকর্ষণীয় প্ল্যান নিয়ে এসেছে জিও। এবার গ্রাহকদের জন্য ১১৯ টাকার প্ল্যান নিয়ে হাজির জিও। সস্তার এই প্ল্যানে ব্যবহারকারীরা  প্রতিদিন ১.৫ জিবি হাই স্পিড ডেটা পাবেন। সেই সঙ্গে এই প্ল্যানটিতে সারা দেশে লোকাল এবং এসটিডি কলেরও সুবিধা বিনামূল্যে পেয়ে যাবেন গ্রাহকেরা। এছাড়াও   ৩০০ টা করে এসএমএসও করতে পাবেন সম্পূর্ণ বিনামূল্যে।  এবং যে কোনও নেটওয়ার্কে পেয়ে যাবেন  আনলিমিটেড কলিং এর সুবিধা। জিও-র এই প্ল্যানটির বৈধতা  রয়েছে ১৪ দিন। সব মিলিয়ে জিও-র এই প্ল্যানে মোট ২১ জিবি ডেটা পাবেন গ্রাহকরা। এছাড়াও অতিরিক্ত সুবিধার মধ্যে জিও অ্যাপস ব্যবহারেরও সুবিধা পাবেন ব্যবহারকারীরা। জিও-র এই প্ল্যানে জিও অ্যাপসেরও সাবস্ক্রিপশনও দেওয়া হচ্ছে গ্রাহকদের।

 

 

এয়ারটেল-এর ২০৯ টাকার প্ল্যান

জিও-র মতোই সস্তার ২০৯ টাকার প্ল্যান নিয়ে হাজির এয়ারটেল। এই প্রিপেড প্ল্যানটির মেয়াদ ২১ দিন। ২০৯টাকার প্ল্যানে প্রতিদিন ১ জিবি করে  হাই স্পিড ডেটা পাওয়া যাবে। দেশের যে কোনও নেটওয়ার্কে পেয়ে যাবেন  আনলিমিটেড কলিং এর সুবিধা। প্রতিদিন  ১০০ টা করে এসএমএসও করতে পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। সব মিলিয়ে পুরো ২১ জিবি ডেটা পেয়ে যাবেন ভক্তরা। এছাড়াও এয়ারটেলের এই প্ল্যানে পেয়ে যাবেন ৩০ দিন অ্যামাজন প্রাইম ভিডিওর মোবাইল এডিশন ট্রায়াল ব্যবহারের সুযোগ এছাড়াও হ্যালোটিউন পরিষেবাও পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে। দুটো প্ল্যানের মধ্যে মাত্র ৯০ টাকার তফাৎ রয়েছে। তবে দুটো কোম্পানিই ২১ জিবি ডেটা অফার করছে। তবে অল্প সময়ে বেশি ডেটার প্রয়োজন হলে রিলায়েন্স জিও-র সস্তার ১১৯ টাকার প্ল্যানটির সুবিধা নিতে পারেন গ্রাহকরা। অন্যদিক কম ডেটা এবং বেশিদিনের ভ্যালিডিটি নিতে চাইলে অবশ্যই নিন ২০৯ টাকার এয়ারটেলের প্ল্যানটি।
 

আরও পড়ুন- আম্বানিদের মতো কোটিপতি হতে চান? আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে মেনে চলুন এই উপায়গুলি

আরও পড়ুন- স্বামী না থাকলেও প্রতি মাসে স্ত্রী পাবেন মোটা টাকা পেনশন, কোন খাতে ইনভেস্ট করবেন জানুন

আরও পড়ুন-এলআইসি আনল এক বাম্পার স্কিম, আর ৬০ নয় এবার ৪০ বছর বয়স থেকে মিলবে ৫০ হাজার টাকা পর্যন্ত পেনশন

Share this article
click me!

Latest Videos

Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি
জগদ্দলে গুলি ও বোমাবাজি, তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক-কে দায়ী করলেন অর্জুন সিং | Arjun Singh
চরম উত্তেজনা মাদারিহাটে, বিজেপি প্রার্থী রাহুল লোহারের গাড়িতে হামলা তৃণমূল সমর্থকদের
‘ওপারে ইউনূস এপারে মমতা দুজনেই এক’ মমতাকে তোপ শুভেন্দুর, দেখুন কী বললেন | Suvendu Adhikari
সাংবাদিকদের দেখেই দে ছুট! চাঞ্চল্য গোটা এলাকায়, ব্যপার কী? দেখুন