জেনে নিন কত ব্যয় করলে পাবেন MacBook Air Pro? মিলছে অফার, রইল ফোনের দাম ও ফিচার্স

ম্যাকবুক প্রো, ম্যাকবুক এয়ার ল্যাপটপগুলিতে নববর্ষের অফার, ভারতে সর্বনিম্ন দামে কিনুন 

অ্যাপলের ম্যাকবুক এয়ার ল্যাপটপের দামে বিশাল ছাড়। নববর্ষের অফার উপলক্ষে বিজয় সেলসে এই ছাড় পাওয়া যাচ্ছে। আইফোন ১৬ সিরিজও ছাড় দামে পাওয়া যাচ্ছে। ম্যাকবুক প্রো ল্যাপটপ খুঁজছেন তাদের জন্যও আকর্ষণীয় অফার রয়েছে। সঙ্গে দেখে নিন ফোনের কী কী ফিচার্স আছে।

সর্বশেষ ম্যাকবুক এয়ার এম৩ মডেল এখন ১,০৩,৩৯০ টাকায় পাওয়া যাচ্ছে। ১৩.৬ ইঞ্চি ডিসপ্লে সম্বলিত ১৬ জিবি র‍্যাম + ২৫৬ জিবি এসএসডি ভেরিয়েন্টের জন্য এই দাম। এই মডেলটি ১,১৪,৯০০ টাকায় অ্যাপল আগে বাজারে এনেছিল। এছাড়াও, এসবিআই, আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডধারীরা ১০,০০০ টাকা অতিরিক্ত ছাড় পাবেন।

Latest Videos

১৩.৬ ইঞ্চি ডিসপ্লেযুক্ত ম্যাকবুক এয়ার এম২ মডেল খুঁজছেন তাদের জন্য, ৮ জিবি র‍্যাম + ৫১২ জিবি এসএসডি সংস্করণের দাম ৯৫,৫০০ টাকা এবং ১৬ জিবি র‍্যাম + ২৫৬ জিবি এসএসডি ভেরিয়েন্টের দাম ৮৯,৮৯০ টাকা। নববর্ষের অফার অনুযায়ী এই মডেলগুলিতে ১০,০০০ টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। কম বাজেটে কিনতে চাইলে পুরানো এম১ মডেলও কম দামে পাওয়া যাচ্ছে। ভালো পারফরম্যান্সের জন্য এম২ সংস্করণ বেছে নেওয়াই ভালো। রয়েছে আকর্ষণীয় ফিচার্স। 

এছাড়াও এম৪ প্রো চিপ, ২৪ জিবি র‍্যাম, ৫১২ জিবি এসএসডি সম্বলিত ম্যাকবুক প্রো ১,৭৯,৯০০ টাকায় পাওয়া যাচ্ছে। এই মডেলটি মূলত ভারতে ১,৯৯,৯০০ টাকায় বাজারে এসেছিল। ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি এসএসডিযুক্ত ১৪ ইঞ্চি ম্যাকবুক প্রো-এর দাম ১,৬৯,৯০০ টাকা থেকে কমে ১,৫২,৯০০ টাকা হয়েছে। দেরি না করে কিনে ফেলুন MacBook Air Pro। 

Share this article
click me!

Latest Videos

Election Commission Live : বিধানসভা নির্বাচন কবে দিল্লিতে? ভোটের নির্ঘণ্ট প্রকাশ নির্বাচন কমিশনের
কুলতলিতে ঘুরে বেড়াচ্ছে বাঘ! দেখুন | Kultali Tiger | #shorts | #tigers | #sundarban | #shortsvideo
'আমি যার দিকে তাকাই সে ধ্বংস হয়ে যায়' নন্দীগ্রামে চরম হুমকি শুভেন্দুর | Suvendu Adhikari Nandigram
বাপরে! কাঁপছে ঘর, দুলছে ফ্যান! সাতসকালে কেঁপে উঠল নেপাল, বিহার ও কলকাতা | Nepal Earthquake Today
রাজপুরে বাড়ির ভেতর থেকে বেরোচ্ছে তেল, খবর পেয়ে ছুটে এলেন বৈজ্ঞানিকরা | Viral News