কিশোর-কিশোরীদের অ্যাকাউন্টের জন্য Meta-র নতুন নিয়ম আরও কড়া হল?

Published : Apr 27, 2025, 10:00 PM IST
Meta logo

সংক্ষিপ্ত

Meta Rules: এ আই এর নতুন ব্যবহার! আঠারোর নীচে যেকোনো ইনস্টাগ্রাম ইউজারকে স্বয়ংক্রিয়ভাবে টিন একাউন্টে তালিকাভুক্ত করবে মেটা। 

Meta Rules: এ আই এর নতুন ব্যবহার! আঠারোর নীচে যেকোনো ইনস্টাগ্রাম ইউজারকে স্বয়ংক্রিয়ভাবে টিন একাউন্টে তালিকাভুক্ত করবে মেটা। ছোটদের ডিজিটাল আসক্তি ও ডার্ক ওয়েবের অন্তর্জালে শিকার হওয়া থেকে বাঁচাতেই এমন পদক্ষেপ মেটার।

"ডিজিটাল জগৎ ক্রমাগত বিকশিত হচ্ছে এবং আমাদেরও এর সাথে সাথে বিকশিত হতে হবে। তাই যতটা সম্ভব কিশোর কিশোরীর টিন অ্যাকাউন্টের সাথে আসা সুরক্ষামূলক সেটিংস নিশ্চিত করার জন্য আমাদের অভিভাবকদের সাথে একসাথে কাজ করা গুরুত্বপূর্ণ।" এমনটাই বক্তব্য উঠে এসেছে কোম্পানির একটি সাম্প্রতিক ব্লগ পোস্টে।

সম্প্রতি সমাজ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মগুলিতে ছোটদের ও কিশোর কিশোরীদের বিপজ্জনক রকম আসক্তি নিয়ে বেশ কিছুদিন যাবৎ ভাবনাচিন্তা চলছিল মেটা সংস্থায়। অবসর কাটাটে গিয়ে আসক্তি বাড়ছে ফেসবুক ইনস্টাগ্রামের প্রতি। বাইরে খেলতে না গিয়ে মোবাইল বা ট্যাবে মাথা গুঁজে পড়ে থাকা শুধু শিশু মনেই নয়, শারীরিক ক্ষতি সাথে সাইবার ক্রাইমের সংখ্যাও বাড়াচ্ছে অনেক। নাচ গান বা মজার ভিডিওই নয়, অশালীন বিভিন্ন পোস্ট, অজান্তে ডার্ক ওয়েবের ফাঁদে পা দেওয়া, ব্যক্তিগত জীবনের খোলামখুচি পরিদর্শন বিপদ ডেকে আনতে পারে বড়ো। এই পরিস্থিতির মোকাবিলা করার জন্যই আগের বছরই মেটা নতুন এক ফিচার নামিয়েছিল টিন একাউন্ট (teen account) বলে। এবার তাতে আর্টিফিসিয়াল ইন্টালিজেন্সর (AI) ফিচারও যোগ করা হল আরও উন্নতি করার জন্য।

আমেরিকায় এই প্রযুক্তি আগেই শুরু হয়েছিল, এবছর ফেব্রুয়ারি মাসে ভারতেও লঞ্চ হয়েছে নতুন এই ফিচার। শুধুমাত্র অল্পবয়সিদের জন্যই এই অ্যাকাউন্ট। সেখানে প্রাপ্তমনস্ক কোনওরকম কনটেন্ট থাকবে না। বয়সের সাথে সামঞ্জস্য মিলিয়ে থাকবে কন্টেন্ট। এমনকি এই অ্যাকাউন্ট খুলতে গেলে অভিভাবকদের অনুমতিও প্রয়োজন হবে। আপনার সন্তান ইনস্টাগ্রামে কী করছে, কার সঙ্গে বন্ধুত্ব পাতাচ্ছে, কী কী শেয়ার করছে বা দেখছে তার সবটাই অভিভাবকরা নজরে রাখতে পারবেন। গাইডলাইনের বাইরে অন্য কোনোরকম কনটেন্ট বা কাজ হলেই নোটিফিকেশন পৌঁছে যাবে অভিভাবকদের কাছে।

কিশোর কিশোরীরা অ্যাডাল্ট একাউন্ট খুলতে চাইলে কী হবে?

যদি কোনো ১২ বা ১৩ বছরের কোনও ছেলে বা মেয়ে নিজেদের বয়স ১৮ দেখিয়ে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলতে গেলে সঙ্গে সঙ্গে AI অ্যালগোরিদ্‌মে তা ধরা পড়বে। ইনস্টাগ্রাম যেসব কিশোর কিশোরীদের জন্ম তারিখ ভুল লিখবে তাদের শনাক্ত করতে অন্য ইউজাররা পোস্টে জন্মদিনের শুভেচ্ছার বা তার একাউন্টে থাকা অন্যান্য ব্যবহারকারীদের পোস্ট করা দেওয়া কনটেন্ট বিশ্লেষণ বিবেচনা করে দেখবে। AI তে ভুল ধরা পড়লে সেই অ্যাকাউন্ট সোজাসুজি ‘টিন অ্যাকাউন্ট’ -এর আওতায় চলে যাবে। সেই সঙ্গে অভিভাবকদের কাছেও নোটিফিকেশন যাবে সতর্ক করার জন্য।

আসলে টিন অ্যাকাউন্টসের প্রাথমিক লক্ষ্য হল শিশু বা কিশোর কিশোরীরদের জন্য একটি যোগ্য, নিরাপদ এবং নিয়ন্ত্রিত পরিবেশ প্রদান করা, যা অভিভাবকদেরও অতিরিক্ত আশ্বস্ত করতে পারবে। বিশেষ করে কিশোর কিশোরীরা অবাধে প্যাটফর্মগুলিতে স্ক্রল করতে পারবে, তাদের ইন্টারেস্টগুলি খুঁজে পাবে, উপযুক্ত বন্ধুদের সাথে যোগাযোগ করতে এবং তাদের বয়সের সাথে মানানসই কনটেন্ট উপভোগ করতে সাইবার ক্রাইমের ঝুঁকিও কমাবে।

PREV
click me!

Recommended Stories

Google Gemini: কাজের চাপ কমাতে চান? গুগল ওয়ার্কস্পেসে জেমিনি ব্যবহার করুন এইভাবে
নেটফ্লিক্সে এবার বড় পরিবর্তন, মোবাইল অ্যাপে আর পাওয়া যাবে না এই ফিচার