এই তিন বিপজ্জনক সেটিংস আজই বন্ধ করে দিন আপনার ফোনে, তা না হলে পড়তে পারেন বিপদে

Published : Jan 21, 2025, 12:13 PM IST
Mobile manufacturing india

সংক্ষিপ্ত

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সাইবার ক্রাইম থেকে বাঁচতে ৩টি গুরুত্বপূর্ণ সেটিংস পরিবর্তন করার পরামর্শ দেওয়া হয়েছে। 

বর্তমানে কাজের সুবিধার্থে হোক কিংবা আধুনিকতার ছোঁয়ায় সকলের হাতেই স্মার্ট ফোন। এই ফোন দিয়ে অনলাইন ট্রানজাকশন থেকে শুরু করে যাবতীয় গুরুত্বপূর্ণ কাজ করে চলেছি সকলেই। আর এই করতে গিয়েও হচ্ছে বিপদ। বাড়ছে সাইবার ক্রাইম। আর এর কারণে বিপদে পড়ছি সকলেই। নানান জটিলতাও দেখা দিচ্ছে। এই সকল বিপদের কারণ কিন্তু আমরাই। নিজেরা সাবধান হলে অনেক বিপদ থেকে মুক্তি পাওয়া সম্ভব। এই সকল বিপদ থেকে বাঁচতে চাইলে ফোনের কয়টি সেটিং-র দিকে নজর রাখুন। আজ রইল তিন গুরুত্বপূর্ণ তথ্য। সবার আগে ফোনের এই তিন সেটিংস বদল করুন। এতে মিলবে উপকার। বাঁচতে পারবেন কঠিন বিপদ থেকে। জেনে নিন কী কী।

অ্যাডভার্টাজিং আইডি ডিলিট

অ্যাডভার্টাজিং আইডি ডিলিট করুন সবার আগে। আপনার প্রায় সকলে অ্যান্ড্রয়েড ফোনে গুগল আইডি দিয়ে লগইন করেন, তখন সাধারণভাবে আপনি অজান্তেই আপনার ডেটা বিজ্ঞাপন কোম্পানির সঙ্গে শেয়ার করার অনুমতি দেন। এটা বন্ধ করতে ফোনের সেটিংসে যান। সেখানে গুগল অপশনে ক্লির করুন এবং অ্যাডস অপশনে গিয়ে ডিলিট অ্যাডভারটাইজিং আইডি ডিলিট করুন।

ওয়েব অ্যাকটিভিটি অফ করুন

এটি বন্ধ করতে ফোনের সেটিংসে যান, গুগল অপশনে ক্লিক করুন তারপর ডেটা এবং প্রাইভেসিতে যান। ওয়েব অ্যাকটিভিটি অফ করে দিন। এত বন্ধ হয়ে যাবে ওয়েব অ্যাকটিভিটি। আপনার ফোনে এটি বন্ধ করে রাখুন সব সময়। তা না হলে হতে পারে বিপদ।

লোকেশন অ্যাকটিভিটি বন্ধ করুন

অবশ্যই আপনার লোকেশন অ্যাকটিভিটি বন্ধ করুন। বিশেষ করে যখন অনেক অ্যাপ্লিকেশন লোকেশন সার্ভিস ব্যবহার করেন তখন এটা বন্ধ রাখাই ভালো। এই লোকেশন অ্যাকটিভিটি বন্ধ করতে প্রথমে ফোনের সেটিংসে যান। সেখানে গুগল অপশনে ক্লিক করুন। তারপর ডেটা এবং প্রাইভেসি তে যান এবং লোকেশন অ্যাকটিভিটি অফ করে দিন।

মেনে চলুন এই সকল টিপস। এতে মিলবে উপকার।

PREV
click me!

Recommended Stories

Google Gemini: কাজের চাপ কমাতে চান? গুগল ওয়ার্কস্পেসে জেমিনি ব্যবহার করুন এইভাবে
নেটফ্লিক্সে এবার বড় পরিবর্তন, মোবাইল অ্যাপে আর পাওয়া যাবে না এই ফিচার