আসছে Moto G06, দেখে নিন কী কী চমক নিয়ে আসছে এই ফোনটি, রইল ফোনের ফিচার্স

Published : Oct 07, 2025, 03:13 PM IST
Motorola launches Moto G06

সংক্ষিপ্ত

মোটোরোলা ভারতে ৭০০০mAh-এর শক্তিশালী ব্যাটারি সহ তার নতুন এন্ট্রি-লেভেল স্মার্টফোন মোটো জি০৬ লঞ্চ করেছে। এই ৪জি ফোনটিতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং মিডিয়াটেক জি৮১ এক্সট্রিম প্রসেসর। 

মোটোরোলা ভারতে ৭০০০mAh-এর শক্তিশালী ব্যাটারি সহ এন্ট্রি-লেভেল স্মার্টফোন মোটো জি০৬ (Moto G06) লঞ্চ করেছে। এই ৪জি ফোনটি আইপি ৬৪ রেটিং সহ আসে। মোটো জি০৬ হ্যান্ডসেটটি ভিগান লেদার ফিনিশে তিনটি রঙে ভারতে পেশ করা হয়েছে। আসুন মোটো জি০৬-এর দাম এবং ফিচারগুলো বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক।

মোটো জি০৬: স্পেসিফিকেশন

মোটো জি০৬ ফোনটিতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ একটি ৬.৮৮ ইঞ্চির ডিসপ্লে। এই ডিসপ্লের সর্বোচ্চ ব্রাইটনেস ৬০০ নিটস। কর্নিং গরিলা গ্লাস ৩ সুরক্ষা সহ আসা এই ফোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর ৭০০০mAh-এর বিশাল ব্যাটারি। এর সাথে মোটোরোলা একটি ২০ ওয়াটের চার্জার দিচ্ছে। ডলবি অ্যাটমস স্টেরিও স্পিকার রয়েছে সাউন্ডের জন্য। অক্টা-কোর মিডিয়াটেক জি৮১ এক্সট্রিম প্রসেসরে চলা এই ফোনে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ রয়েছে। র‍্যাম ১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে। মোটো জি০৬ ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক মোটোরোলার My UX স্কিন ইন্টারফেসে কাজ করে।

মোটো জি০৬: ভারতে দাম

ক্যামেরার কথা বললে, মোটো জি০৬ স্মার্টফোনের রিয়ার ক্যামেরা ৫০ মেগাপিক্সেলের। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য একটি ৮ এমপি ক্যামেরা রয়েছে। ভারতে মোটো জি০৬-এর প্রারম্ভিক মূল্য ৭,৪৯৯ টাকা। মোটো জি০৬ স্মার্টফোনটি ১১ অক্টোবর থেকে মোটোরোলা এবং ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টের মাধ্যমে কেনা যাবে।

বর্তমানে এই মোবাইল সংস্থা বেশ জনপ্রিয়তা পেয়েছে। নিত্য নতুন মডেল লঞ্চ করে চলেছে তারা। যা ক্রেতাদের মন কেড়েছে। তেমনই এই ফোন নিয়ে সে অর্থে কোনও অভিযোগ শোনা যায়নি। ক্রেতাদের মন কাড়তে পরের পর মডেল লঞ্চ করে যাচ্ছে এই সংস্থা। এবার আসছে মোটো জি০৬। 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Google Gemini: কাজের চাপ কমাতে চান? গুগল ওয়ার্কস্পেসে জেমিনি ব্যবহার করুন এইভাবে
নেটফ্লিক্সে এবার বড় পরিবর্তন, মোবাইল অ্যাপে আর পাওয়া যাবে না এই ফিচার